
ছবিঃ সংগৃহীত
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসে ব্যাংকক সম্মেলনের অভিজ্ঞতা তুলে ধরেছেন।
তিনি লিখেছেন, ব্যাংকক সম্মেলনে শ্রীলঙ্কার প্রতিনিধি দলের এগারো সদস্যের মধ্যে সাতজনই ছিলেন নারী। এই দলকে নেতৃত্ব দিচ্ছিলেন একজন মেধাবী ও দূরদর্শী নারী প্রধানমন্ত্রী, হারিনি আমারাসুরিয়া।
স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন, সম্মেলনে প্রধান উপদেষ্টা যখন বাংলাদেশের ব্যাংক লুটপাট ও আগের সরকারের সময়ে বিলিয়ন বিলিয়ন ডলার বিদেশে পাচারের প্রসঙ্গে আলোচনা করছিলেন, তখন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হাসতে হাসতে মন্তব্য করেন, “আপনি তো আসলে আমাদের অবস্থাটাই বর্ণনা করছেন।”
তিনি আরও জানান, নতুন নেতৃত্বের অধীনে শ্রীলঙ্কা ইতোমধ্যে পাচার হওয়া অর্থ ফেরত আনতে একটি আইন পাস করেছে।
শফিকুল আলমের মতে, দক্ষিণ এশিয়াজুড়ে এখন রাজনৈতিক অঙ্গনে একটি নতুন প্রজন্মের আবির্ভাব ঘটেছে, যারা স্বচ্ছতা ও জবাবদিহিতার পক্ষে। তিনি বলেন, “স্বৈরশাসনের দিন এখন গোনা শুরু হয়েছে।”
ইমরান