
ছবিঃ সংগৃহীত
রাষ্ট্রের মালিকানা দিল্লির দাসত্ব থেকে বাংলাদেশের মানুষের হাতে ফেরত দেওয়া হবে বলে মন্তব্য করেছেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তিনি বলেন, “রাষ্ট্রের মালিকানা আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং চৌদ্দদলীয় দিল্লির কুলাঙ্গারদের থেকে এই রাষ্ট্রকে তার মানুষের কাছে ফেরায় দেওয়া হবে।”
তিনি আরও বলেন, “ইমিডিয়েটলি এনসিসি ব্যাংকের সাথে নেগোসিয়েট করে আমার কৃষকের ওপর যে মামলা করা হয়েছে তা তুলে নেবেন, ঋণগুলো মওকুফ করবেন, প্রয়োজনে কৃষককে ক্ষতিপূরণ দেবেন যেন সে আগামীবছর ভুট্টা চাষ করেন। এটাই হলো গণঅভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে যে দায় এবং দরদের রাজনীতির কথা আমরা বারবার বলছি, এটা হচ্ছে সেই রাজনীতি। কৃষককে ছোট করে, জেলে পুরে, মিথ্যা মামলায় আটকিয়ে দিয়ে নতুন বাংলাদেশ করা যাবে না।”
ব্যারিস্টার ফুয়াদ বলেন, “গণঅভ্যুত্থানের স্পিরিটকে যদি আপনারা ধারণ না করেন, বাংলাদেশ যে স্বপ্ন নিয়ে হাজির হয়েছে আজকের তরুণদের মধ্যে সেটাকে ধারণ না করেন, তাহলে সেই স্বপ্ন বাস্তবায়ন হবে না। আমার কৃষক করোনার সময়ে আমাদের খাইয়ে-পরিয়ে বাঁচিয়ে রেখেছে।”
তিনি আরও বলেন, “কর্মসংস্থানের অভাব রয়েছে, অতএব বাংলাদেশ সরকার ও প্রশাসনকে কৃষি ব্যাংকের মাধ্যমে লক্ষ লক্ষ টাকা সুদমুক্ত ঋণের বন্দোবস্ত করে দিয়ে ভুট্টা চাষের বিপ্লবকে নতুন প্রজন্মের বিপ্লবে রূপান্তর করা দরকার। সম্মিলিতভাবে এই বাংলাদেশটাই হবে আমার-আপনার বাংলাদেশ। এটাই হবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাংলাদেশ, এটাই হবে প্রফেসর ইউনূসের নেতৃত্বে নতুন স্বপ্নের বাংলাদেশ। এই বাংলাদেশ হলো বাংলাদেশ ২ – সংস্কার, বিচার ও নির্বাচনের মধ্য দিয়ে দায় এবং দরদের বাংলাদেশ তৈরি হবে।”
মারিয়া