ঢাকা, বাংলাদেশ   রোববার ০৬ এপ্রিল ২০২৫, ২৩ চৈত্র ১৪৩১

যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্কের বিষয়টি নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, আমরা প্রস্তুত: খলিলুর রহমান

প্রকাশিত: ২৩:২৮, ৫ এপ্রিল ২০২৫; আপডেট: ২৩:৩৩, ৫ এপ্রিল ২০২৫

যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্কের বিষয়টি নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, আমরা প্রস্তুত: খলিলুর রহমান

ছবিঃ সংগৃহীত

যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক আরোপের বিষয়ে ভয় পাওয়ার কিছু নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেনটেটিভ, কূটনীতিক ও অর্থনীতিবিদ ড. খলিলুর রহমান।

তিনি বলেন, “এটা আমাদের জন্য আকস্মিক কোনো বিষয় নয়। ফেব্রুয়ারি মাসের শুরুতেই মাননীয় প্রধান উপদেষ্টা আমাদেরকে যুক্তরাষ্ট্রের সরকারের সাথে সংযুক্ত হতে বলেছেন। সেই সূত্রে আমি নিজে ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে ওয়াশিংটনে আমেরিকান পররাষ্ট্র দপ্তর, ইউএসএইড, রিপ্রেজেন্টেটিভ, ডিপার্টমেন্ট অব এগ্রিকালচার এবং অন্যান্যদের সাথে আলোচনা করেছি। সেই থেকে যুক্তরাষ্ট্র প্রশাসনের সাথে আমরা ক্রমাগত আলোচনা করে আসছি।”

তিনি আরও বলেন, “ব্যাপারটা আকস্মিক নয়, আমরা এর জন্য প্রস্তুত। এবং আমরা শিগগিরই কিছু ব্যবস্থা নেব, সেটা মার্কিন প্রশাসনের সাথেই আলাপ করে নেব। সুতরাং এভাবে আতঙ্কিত হওয়ার কিছু নেই।”

তথ্যসূত্রঃ https://www.facebook.com/share/v/15xCKA8z6d/

মারিয়া

×