ঢাকা, বাংলাদেশ   রোববার ০৬ এপ্রিল ২০২৫, ২৩ চৈত্র ১৪৩১

শুল্ক নিয়ে ট্রাম্প প্রশাসনের সাথে কথা বলবেন ড. ইউনূস

প্রকাশিত: ২৩:০০, ৫ এপ্রিল ২০২৫; আপডেট: ২৩:০২, ৫ এপ্রিল ২০২৫

শুল্ক নিয়ে ট্রাম্প প্রশাসনের সাথে কথা বলবেন ড. ইউনূস

ছবি: সংগৃহীত।

যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ নীতি নিয়ে আজ সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত জরুরি বৈঠকে বসেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা এবং তার দপ্তরের উচ্চ পর্যায়ের প্রতিনিধি, অর্থনীতি ও বাণিজ্যখাত সংশ্লিষ্ট বিশেষজ্ঞগণ এবং ব্যবসায়িক স্টেকহোল্ডাররা। বৈঠকে উঠে এসেছে শুল্কারোপের সম্ভাব্য প্রভাব, আশঙ্কা এবং সম্ভাবনার নানা দিক।

বৈঠকে অংশ নিয়ে বাংলাদেশের যুক্তরাষ্ট্রে নিযুক্ত হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমান বলেন, “এই শুল্কারোপটি অপ্রত্যাশিত নয়। বরং এটি দীর্ঘদিনের এক পরিস্থিতির প্রতিফলন, এবং বাংলাদেশ এই পরিস্থিতির জন্য প্রস্তুত ছিল।”

তিনি আরও জানান, যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তে ভয় পাওয়ার কিছু নেই, বরং বাংলাদেশের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলে যেতে পারে, বিশেষ করে রপ্তানি বাজারের সম্প্রসারণ ও পণ্যের বৈচিত্র্যকরণের দিক থেকে।

বাণিজ্য উপদেষ্টা বশিরউদ্দিন বৈঠকে জানান, “যদিও যুক্তরাষ্ট্র বাংলাদেশসহ বেশ কিছু দেশের ওপর নতুন ট্যারিফ আরোপ করেছে, তবে এক্ষেত্রে শুধু বাংলাদেশ নয়, চীন, ভিয়েতনাম, ইন্দোনেশিয়াসহ অনেক পোশাক রপ্তানিকারক দেশের ওপরও এই শুল্কারোপ করা হয়েছে।”

তার ব্যাখ্যায়, “যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের প্রতিযোগিতামূলক অবস্থান এখনো বেশ শক্তিশালী। কারণ অন্যান্য দেশও একই ধরনের শুল্কের সম্মুখীন হচ্ছে। এই পরিস্থিতিতে বাংলাদেশ ‘একাই ক্ষতির শিকার’ হবে এমন ধারণা অযৌক্তিক।”

বর্তমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি প্রায় ৭ বিলিয়ন ডলার। অর্থাৎ, বাংলাদেশ যুক্তরাষ্ট্রে প্রায় ৮ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করে, অথচ আমদানি মাত্র ১ বিলিয়নের নিচে। এই ঘাটতির দিক থেকে বিবেচনা করেই যুক্তরাষ্ট্রের ৩৭ শতাংশ শুল্কারোপ এসেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

তবে বাংলাদেশ যদি আমদানির ভারসাম্য কিছুটা বাড়াতে সক্ষম হয় এবং রপ্তানি পণ্য বৈচিত্র্য করতে পারে, তাহলে এই পরিস্থিতিকে সুযোগে পরিণত করা সম্ভব।

প্রধান উপদেষ্টা জানিয়েছেন, যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে সরাসরি আলোচনার মাধ্যমে বিষয়টি পরিষ্কারভাবে উপস্থাপন করা হবে। এতে করে দেশের স্বার্থ রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়া সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।       

নুসরাত

×