ঢাকা, বাংলাদেশ   রোববার ০৬ এপ্রিল ২০২৫, ২৩ চৈত্র ১৪৩১

রোহিঙ্গাদের ফেরত নিতে কিভাবে মিয়ানমারকে রাজি করালো বাংলাদেশ?

প্রকাশিত: ২২:১৩, ৫ এপ্রিল ২০২৫; আপডেট: ২২:১৪, ৫ এপ্রিল ২০২৫

রোহিঙ্গাদের ফেরত নিতে কিভাবে মিয়ানমারকে রাজি করালো বাংলাদেশ?

ছবি: সংগৃহীত

বাংলাদেশে আশ্রয় নেয়া প্রায় ৮ লাখ রোহিঙ্গার মধ্যে ১ লাখ ৮০ হাজার জনকে ফেরত নিতে সম্মত হয়েছে মিয়ানমার। এ তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশের প্রধান উপদেষ্টার কার্যালয়। সম্প্রতি থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত ষষ্ঠ বিমস্টেক (BIMSTEC) শীর্ষ সম্মেলনের ফাঁকে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ বৈঠকে এই সিদ্ধান্তে উপনীত হয় দুই দেশ।

বৈঠকে মিয়ানমারের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইউ থান শোয়ে বাংলাদেশের প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি ড. খলিলুর রহমানকে রোহিঙ্গাদের প্রত্যাবর্তন বিষয়ে এই সম্মতির কথা জানান। প্রধান উপদেষ্টার ফেসবুক পোস্টেও এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এটি রোহিঙ্গা সংকট সমাধানের পথে একটি উল্লেখযোগ্য অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। কারণ, এই প্রথম মিয়ানমার সরকার একটি নির্দিষ্ট তালিকা অনুযায়ী রোহিঙ্গা নাগরিকদের ফেরত নিতে সম্মত হয়েছে।

মিয়ানমার জানিয়েছে, বাকি ৫ লাখ ৫ হাজার রোহিঙ্গার যাচাই-বাছাইয়ের কাজ দ্রুততার সঙ্গে শেষ করা হবে। কূটনৈতিক পর্যবেক্ষকদের মতে, এটি বাংলাদেশের কূটনীতির একটি বড় অর্জন। দীর্ঘ আট বছর ধরে জটিল এই রোহিঙ্গা সংকট বাংলাদেশের জন্য একটি বড় বোঝা ছিল।

কীভাবে মিয়ানমারকে রাজি করানো হলো? বাংলাদেশের প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আজাদ মজুমদার তার এক ফেসবুক পোস্টে জানান, ব্যাংককে অনুষ্ঠিত বিমস্টেক সম্মেলনে বাংলাদেশ সরকার প্রথমে মিয়ানমারের কর্মকর্তাদের সঙ্গে দেখা করতে অস্বীকৃতি জানায়। কারণ, মিয়ানমারের প্রতিনিধি তাদের ভাষণে রোহিঙ্গাদের ‘অবৈধ বাঙালি’ বলে উল্লেখ করেছিলেন, যা বাংলাদেশ মেনে নিতে পারেনি।

এই কূটনৈতিক চাপ ও কঠোর অবস্থানের ফলেই পরে মিয়ানমার এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে সম্মত হয়। এরপরই বৈঠকটি অনুষ্ঠিত হয় এবং সমঝোতার ভিত্তিতে একপ্রকার ঐতিহাসিক অগ্রগতি ঘটে।

এই সফলতায় সরকারের অন্তর্বর্তীকালীন প্রতিনিধি দলের নেতৃত্বে থাকা ড. ইউনুস ও ড. খলিলুর রহমানের ভূমিকাও প্রশংসিত হচ্ছে। রোহিঙ্গা সংকট সমাধানে এটি একটি দৃঢ় ও কার্যকর কূটনৈতিক কৌশলের বাস্তব উদাহরণ হয়ে থাকবে।

ভিডিও দেখুন: https://youtu.be/iYwZAISICro?si=L2kp_Sno5df8Zgtl

এম.কে.

×