ঢাকা, বাংলাদেশ   রোববার ০৬ এপ্রিল ২০২৫, ২৩ চৈত্র ১৪৩১

প্রফেসর ইউনূসের দ্বিতীয় কোনো বিকল্প নেই: আবদুল হাই শিকদার

প্রকাশিত: ২১:৫৯, ৫ এপ্রিল ২০২৫

প্রফেসর ইউনূসের দ্বিতীয় কোনো বিকল্প নেই: আবদুল হাই শিকদার

ছবিঃ সংগৃহীত

“এই জাতির প্রতি আল্লাহর অসীম রহমত ও জুলাই বিপ্লবের নায়কদের প্রতি শ্রদ্ধা জানাই,”—এভাবেই নিজের বক্তব্য শুরু করেন কবি, সিনিয়র সাংবাদিক এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল হাই শিকদার।

তিনি বলেন, "জুলাই বিপ্লবের নায়কদের প্রতি শ্রদ্ধা জানাই এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সবাই মিলে দুর্দিনের কান্ডারী হিসেবে যাঁকে বেছে নিয়েছেন, তিনি হলেন প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।"

তিনি আরও বলেন, “শোনো মেয়েরা, ছেলেরা—বিশেষ করে বলছি, পৃথিবীতে বহু মানুষ নোবেল পুরস্কার পেয়েছে। কঠোর পরিশ্রম করলে নোবেল পাওয়া সম্ভব। কিন্তু প্রফেসর ইউনূস সারা পৃথিবীতে এক এবং অদ্বিতীয়। তাঁর কোনো দ্বিতীয় বিকল্প নেই।”

তাঁর কথায় উঠে আসে প্রফেসর ইউনূসের দর্শন ও তার বাস্তব প্রয়োগের প্রসঙ্গ। তিনি বলেন, “অনেকে থিওরি দিয়েছেন, তথ্য দিয়েছেন, তারপর ইতিহাসে হারিয়ে গেছেন। যেমন, কার্ল মার্কস তথ্য দিয়েছিলেন, কিন্তু তা প্রয়োগ করেননি। সেই তথ্য প্রয়োগ করেছিলেন লেনিন, চীনে মাও সে তুং এবং কিউবায় ফিদেল কাস্ত্রো।”

তিনি আরও বলেন, “কিন্তু প্রফেসর ইউনূস ব্যতিক্রম। তিনি শুধু তত্ত্ব দেননি, বরং নিজেই সেই তত্ত্বকে বাস্তবে প্রয়োগ করে দেখিয়েছেন যে এটির মাধ্যমে বাস্তব সাফল্য অর্জন করা সম্ভব। সারা পৃথিবীতে এমন দৃষ্টান্ত আর নেই। ইউনূস শুধু একজন দার্শনিক বা অর্থনীতিবিদ নন, তিনি একমাত্র ব্যক্তি যিনি নিজের চিন্তাধারা প্রয়োগ করে তা থেকে সফলতা এনে বিশ্বকে দেখিয়েছেন। এখানে তার কোনো জুরি নেই—তিনি সত্যিকার অর্থেই তুলনাহীন।”

সূত্রঃ https://youtu.be/sK-qVQtrTQ4?si=W6rB8CkzSOpNtCgQ

ইমরান

×