ঢাকা, বাংলাদেশ   রোববার ০৬ এপ্রিল ২০২৫, ২৩ চৈত্র ১৪৩১

মার্কিন শুল্ক বৃদ্ধিতে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে না, বরং সম্ভাবনার দুয়ার খুলবে: বাণিজ্য উপদেষ্টা

প্রকাশিত: ২১:৫০, ৫ এপ্রিল ২০২৫; আপডেট: ২১:৫০, ৫ এপ্রিল ২০২৫

মার্কিন শুল্ক বৃদ্ধিতে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে না, বরং সম্ভাবনার দুয়ার খুলবে: বাণিজ্য উপদেষ্টা

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের শুল্ক বৃদ্ধির সিদ্ধান্তে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে না, বরং এতে নতুন সম্ভাবনার দ্বার উন্মুক্ত হবে বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন।

তিনি জানান, যুক্তরাষ্ট্রের এই নতুন শুল্ক নীতিতে বাংলাদেশের অবস্থান তুলনামূলকভাবে ভালো থাকবে, কারণ রপ্তানিতে বাংলাদেশের প্রধান প্রতিদ্বন্দ্বী দেশগুলোতেও শুল্ক বেড়েছে। ফলে বাংলাদেশের তৈরি পোশাক খাতে পণ্যের বৈচিত্র্য ও গুণগত মানের কারণে এক নতুন সম্ভাবনা তৈরি হয়েছে।

শনিবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের ডাকা এক জরুরি বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন বাণিজ্য উপদেষ্টা।

তিনি জানান, "নতুন শুল্ক নিয়ে ট্রাম্প প্রশাসনের সঙ্গে প্রধান উপদেষ্টা নিজেই সরাসরি কথা বলবেন। সেই সঙ্গে আমদানি বাড়িয়ে বাণিজ্য ঘাটতি হ্রাস করার দিকেও নজর দেওয়া হবে।"

বাণিজ্য উপদেষ্টা আরও বলেন, “আমরা আমাদের ওপর আরোপিত শুল্ক ও আমাদের বাণিজ্যের ধরন বিশ্লেষণ করে করণীয় নির্ধারণ করছি। পাশাপাশি সম্ভাবনাগুলো কাজে লাগিয়ে এবং চ্যালেঞ্জগুলো সুস্পষ্টভাবে অনুধাবন করে, প্রতিযোগী দেশগুলোর তুলনায় ভালো অবস্থানে যাওয়ার চেষ্টা করছি।”

প্রসঙ্গত, গত বুধবার (২ এপ্রিল) ওয়াশিংটনের স্থানীয় সময় বিকেল ৪টায় (বাংলাদেশ সময় রাত ২টা) হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশি পণ্যের ওপর শুল্ক বাড়িয়ে ৩৭ শতাংশ করার ঘোষণা দেন। যেখানে আগে এই হার ছিল গড়ে ১৫ শতাংশ।

হোয়াইট হাউস প্রকাশিত একটি চার্ট অনুযায়ী, বাংলাদেশ মার্কিন পণ্যের ওপর গড়ে ৭৪ শতাংশ শুল্ক আরোপ করে। এর পরিপ্রেক্ষিতে ‘ডিসকাউন্টেড রিসিপ্রোকাল ট্যারিফ’ নীতির আওতায় বাংলাদেশি পণ্যের ওপর ৩৭ শতাংশ শুল্ক ধার্য করা হয়েছে বলে জানানো হয়।


ভিডিও দেখুন: https://www.facebook.com/share/v/1AViWQ2xjQ/

এম.কে.

×