ঢাকা, বাংলাদেশ   রোববার ০৬ এপ্রিল ২০২৫, ২৩ চৈত্র ১৪৩১

ট্রাম্পের নতুন শুল্কারোপ নিয়ে প্রেস সচিব শফিকুল আলম

‘অন্তর্বর্তী সরকার যেই পদক্ষেপটাই নেবেন, সেটা খুবই ব্যবসা-বান্ধব হবে’

প্রকাশিত: ২১:৪৮, ৫ এপ্রিল ২০২৫; আপডেট: ২১:৪৮, ৫ এপ্রিল ২০২৫

‘অন্তর্বর্তী সরকার যেই পদক্ষেপটাই নেবেন, সেটা খুবই ব্যবসা-বান্ধব হবে’

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত নতুন শুল্ক আরোপ নিয়ে আজ সন্ধায় জরুরি বৈঠকে বসেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

শনিবার (৫ এপ্রিল) সন্ধ্যা সোয়া সাতটার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক শুরু হয়।

বৈঠক প্রসঙ্গে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম প্রাথমিকভাবে গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বলেন, আমি এইটুক বলতে পারি, অন্তর্বর্তী সরকার যেই পদক্ষেপটাই নেবেন, সেটা খুবই ব্যবসা-বান্ধব হবে এবং সেটার আলোকে আমরা বলতে পারি যে, ইউএস এবং পুরো বিশ্বে যে সমস্ত দেশে আমাদের এক্সপোর্ট হয় প্রত্যেকটা দেশে আমাদের এক্সপোর্টটা আরও বেটার হবে।'

শফিকুল আলম আরও বলেন, 'আজকে এই যে মিটিংটা যেটা হবে সেখানে চুলচেরা বিশ্লেষণ হবে এবং সেই অনুযায়ী আমরা পদক্ষেপ নেব, এই অন্তর্বর্তী সরকার পদক্ষেপ নেবেন।'

বৈঠকে উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ, বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আবদুর রহমান খান, প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব মো. সিরাজ উদ্দিন মিয়া প্রমুখ অংশ নিয়েছেন।

এছাড়া বিশ্বব্যাংকের প্রধান অর্থনীতিবিদ জাহিদ হোসেন, প্রধান উপদেষ্টার হাইরিপ্রেজেনটেটিভ ড. খলিলুর রহমানসহ সংশ্লিষ্টরা অংশ নিয়েছেন।

 

সূত্র: https://www.facebook.com/share/v/1AEGJdiZFm/

রাকিব

×