
ছবি সংগৃহীত
বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে রপ্তানি কোনোভাবেই কমবে না, বরং তা আরও বাড়বে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম।
শনিবার (৫ এপ্রিল) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন তিনি।
শফিকুল আলম বলেন, “আশা করছি, আমাদের প্রতিক্রিয়া ইতিবাচক হবে। এখন যা রপ্তানি হচ্ছে। তার চেয়ে আরও বেশি রপ্তানি হবে। সেই লক্ষ্যেই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।”
তিনি আরও বলেন, শুধু যুক্তরাষ্ট্র নয়, বাংলাদেশ যেসব দেশে রপ্তানি করে, সেসব দেশেও রপ্তানির পরিমাণ বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।
প্রসঙ্গত, যুক্তরাষ্ট্র বাংলাদেশি পণ্যের ওপর ৩৭ শতাংশ শুল্ক আরোপ করায় বিষয়টি নিয়ে জরুরি বৈঠক করছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
আশিক