ঢাকা, বাংলাদেশ   রোববার ০৬ এপ্রিল ২০২৫, ২৩ চৈত্র ১৪৩১

সকালে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ শিশুকে উদ্ধারে বিকেলে এলো ডুবুরি দল

নিজস্ব সংবাদদাতা, দাউদকান্দি

প্রকাশিত: ২০:৩১, ৫ এপ্রিল ২০২৫; আপডেট: ২০:৩৫, ৫ এপ্রিল ২০২৫

সকালে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ শিশুকে উদ্ধারে বিকেলে এলো ডুবুরি দল

ছবি: সংগৃহীত

কুমিল্লার হোমনা উপজেলার শ্রীমদ্দি গ্রামে তিতাস নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয় মারিয়া আক্তার (১১) নামের এক শিশু৷ আজ শনিবার (৫ এপ্রিল) বিকেলে শিশুটিকে উদ্ধার করতে চাঁদপুর থেকে ডুবুরি দল এসে নদীতে নামে, তবে এখন পর্যন্ত তাকে উদ্ধার করা যায়নি।

জানা গেছে, বোনের বাড়িতে বেড়াতে এসে আজ শনিবার সকাল ১১টার দিকে তিতাস নদীর শ্রীমদ্দি গাংকুল বাড়ির ঘাটে গোসল করতে নেমে নিখোঁজ হয় শিশুটি। সে উপজেলার হুজুরকান্দি গ্রামের মো. আলী নেওয়াজের মেয়ে। তবে তারা বর্তমানে ঢাকার নারায়ণগঞ্জে বসবাস করছে।

শ্রীমদ্দি গ্রামের বাসিন্দা মো. আবু কালাম জানান, শুক্রবার (৪ এপ্রিল) শ্রীমদ্দি গাংকুল বাড়িতে তার বড় বোন জামাই এরশাদ মিয়ার বাড়িতে বেড়াতে আসে শিশু মারিয়া। শনিবার সকালে মারিয়া তার খালাতো বোনকে নিয়ে বাড়ির পাশের তিতাস নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়। পরে স্থানীয়রা নদীতে নেমে অনেক খোঁজাখুঁজি করেও তাকে পায়নি।

পরে বিকাল ৫টায় শিশুটিকে উদ্ধারে চাঁদপুর থেকে ডুবুরি দল এসে নদীতে নামে। উদ্ধার কার্যক্রম এখনও অব্যাহত রয়েছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজ মারিয়া আক্তারের লাশ উদ্ধার করা সম্ভব হয়নি৷

শামীম রায়হান/রাকিব

আরো পড়ুন  

×