ঢাকা, বাংলাদেশ   রোববার ০৬ এপ্রিল ২০২৫, ২৩ চৈত্র ১৪৩১

৩ বছর আগে ২০২২-এ গ্রেফতার হয়ে বলেছিলাম এই আদালতেই তোমাদের বিচার হবে: ইশরাক

প্রকাশিত: ২০:২৫, ৫ এপ্রিল ২০২৫; আপডেট: ২০:২৫, ৫ এপ্রিল ২০২৫

৩ বছর আগে ২০২২-এ গ্রেফতার হয়ে বলেছিলাম এই আদালতেই তোমাদের বিচার হবে: ইশরাক

ছবি: সংগৃহীত।

বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ইশরাক হোসেন সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পুরনো ভিডিও শেয়ার করে আলোচনার জন্ম দিয়েছেন। বৃহস্পতিবার (৪ এপ্রিল) তার ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট করা ভিডিওটি ২০২২ সালের ৬ এপ্রিলের, যেদিন তাকে গ্রেফতার করা হয়েছিল।

ভিডিওতে প্রিজন ভ্যানের ভেতর থেকে ইশরাক হোসেনকে বলতে শোনা যায়, “আমি আপনাদেরকে বলতে চাই, এটাই শেষ না, এরপর আবারও সরকার পরিবর্তন হবে। তখন আপনাদের সকলের এই অপরাধগুলোর জন্য জবাবদিহিতা করতে হবে। এই করতেই আপনাদের বিচারের মুখোমুখি করা হবে ইনশাল্লাহ।”

ভিডিওটির সঙ্গে দেয়া ক্যাপশনে ইশরাক লেখেন, “আজকে থেকে তিন বছর আগে ৬ই এপ্রিল ২০২২ এ গ্রেফতার হয়ে বলেছিলাম এই আদালতে তোমাদের বিচার হবে। মহান আল্লাহতায়ালার পরিকল্পনা অনুযায়ী আজকে খুনী হাসিনার দোসরদের এই আদালতেই বিচার ও হাজিরা হচ্ছে।”

এই মন্তব্যের মাধ্যমে তিনি ইঙ্গিত দিয়েছেন যে, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও বিচারব্যবস্থায় ক্ষমতাসীনদের জবাবদিহিতার সময় এসেছে বলেই তিনি মনে করছেন। তবে তার এই বক্তব্য নিয়ে রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

নুসরাত

×