
ছবি: সংগৃহীত
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার পাদ্রীশিবপুর ইউনিয়নের পারশিবপুর গ্রামে ১৪ বছর বয়সী নবম শ্রেণীর এক স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
জানা গেছে, ১ বছর আগে ছোট রঘুনাথপুর মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ওই শিক্ষার্থীর সাথে প্রতিবেশী আলাল সিকদারের পুত্র রানার সাথে পরিচয়। এরপরে মোবাইল ফোনে ১ বছর ধরে তাদের প্রেম চলতে থাকে।
গতকাল শুক্রবার (৪ এপ্রিল) ভুক্তভোগী ওই ছাত্রী ঈদ উপলক্ষে তাঁর নানা বাড়ি বেড়াতে যায়। এরপরে রানার সাথে মোবাইল ফোনে কথা হয় তাঁর। এসময় রানা তাকে (ভুক্তভোগী) তার সাথে দেখা করতে বলে। তখন দেখা করতে অস্বীকৃতি জানালে ওই রাতেই রানা তাঁর সাথে দেখা করতে তাঁর নানা বাড়িতে যায়।
এসময় ওই স্কুলছাত্রী ঘরের বাহির এসে রানার সাথে দেখা করতে গেলে রানা তাঁকে একটি জঙ্গলে নিয়ে যায় এবং সারারাত জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করে। সকাল হলে স্থানীয় লোকজন ভুক্তভোগী স্কুলছাত্রীকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে।
ভুক্তভোগীর মা রহিমা বেগম জানান, 'গতকাল আমার মেয়ে তাঁর নানা বাড়িতে বেড়াতে গেলে ওই বাড়ি থেকে গভীর রাতে ফোন করে আমার মেয়েকে ঘরের বাহিরে নিয়ে যায়। এ সময় বাড়ি থেকে কিছুটা দূরে একটি বাগানে নিয়ে আমার মেয়েকে তাঁর ইচ্ছার বিরুদ্ধে একাধিকবার ধর্ষণ করে।'
এই ঘটনার খবর পেয়ে বাকেরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ধর্ষণে অভিযুক্ত রানাকে খুঁজে পায়নি।
এ বিষয়ে বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
জিয়াউল হক/রাকিব