ঢাকা, বাংলাদেশ   রোববার ০৬ এপ্রিল ২০২৫, ২৩ চৈত্র ১৪৩১

আমাদের চেষ্টা হবে মেরামতের পথে না গিয়ে চিন্তার কাঠামো গড়া: ড. ইউনূস

প্রকাশিত: ১৯:৪৪, ৫ এপ্রিল ২০২৫; আপডেট: ১৯:৪৮, ৫ এপ্রিল ২০২৫

আমাদের চেষ্টা হবে মেরামতের পথে না গিয়ে চিন্তার কাঠামো গড়া: ড. ইউনূস

ছবিঃ সংগৃহীত

দেশে বড় রকমের সংস্কার চলছে, এ জন্য চীনের সহায়তা ও সমর্থন প্রয়োজন বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। চীন সফরের সময় দেশটির সরকারি গণমাধ্যম সিএমজি বাংলা-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

ড. ইউনূস বলেন, “পৃথিবীকে বাঁচাতে হলে নতুন করে সব গড়তে হবে। সভ্যতা এখন আত্মহননের পথে রয়েছে। তাই আমাদের পৃথিবী রক্ষায় তিন শূন্যের ভিত্তিতে একটি নতুন পৃথিবী গড়তে হবে।”

তিনি আরও বলেন, “এই পুরনো পৃথিবীকে যতই টেনে-হিঁচড়ে এগিয়ে নেওয়ার চেষ্টা করি, আমাদের পরিশ্রম সফল হচ্ছে না। তাই আমাদের চেষ্টা হবে মেরামতের পথে না গিয়ে বরং নতুন করে সুন্দরভাবে চিন্তার কাঠামো গড়ে তোলা। এটাই ‘তিন শূন্য’ দর্শনের মূল কথা।”

প্রফেসর ইউনূস বলেন, “আমরা আগে ঠিক করব পৃথিবীটা কেমন হতে হবে। এরপর সেই লক্ষ্য অর্জনের জন্য প্রয়োজনীয় থিওরি, কাঠামো, প্রতিষ্ঠান—সবকিছু ঠিক করব। এটা এমন নয় যে, আমি আগে থিওরি বানিয়ে রাখব, আর পৃথিবী যেভাবেই চলুক না কেন, তাতে আমার থিওরি ঠিক থাকবে। বরং আগে নির্ধারণ করব আমরা কোন পৃথিবী চাই।”

সূত্রঃ https://youtu.be/ikM1UUhpTBQ?si=imKQlcXDscf8hBE8

ইমরান

×