
ছবি: সংগৃহীত
ফরিদপুরের বোয়ালমারী উপজেলা জামায়াত ইসলামীর যুব বিভাগের উদ্যোগে আয়োজিত মাসব্যাপী ডা. ইলিয়াস মোল্লা ৯০ দলীয় ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ এপ্রিল) বোয়ালমারী স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনাল খেলায় সাতৈর ইউনিয়ন চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। আর রানার্সআপ হয় ঘোষপুর ইউনিয়ন। জমজমাট এই ফাইনাল খেলা উপভোগ করতে মাঠে ছিল দর্শকদের উপচে পড়া ভিড়।
খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন ফরিদপুর-১ আসনে জামায়াত ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. মো. ইলিয়াস মোল্লা।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ের জামায়াতে ইসলামীর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এন কে বি নয়ন/মেহেদী হাসান