ঢাকা, বাংলাদেশ   রোববার ০৬ এপ্রিল ২০২৫, ২৩ চৈত্র ১৪৩১

জুলাই আন্দোলনের সাহসী মেয়েদের প্রতি কৃতজ্ঞতা জানাতে প্রকাশিত হলো ভিডিও ‘জুলাই-সাহসিকা’

প্রকাশিত: ১৮:০৭, ৫ এপ্রিল ২০২৫; আপডেট: ১৯:৪৭, ৫ এপ্রিল ২০২৫

জুলাই আন্দোলনের সাহসী মেয়েদের প্রতি কৃতজ্ঞতা জানাতে প্রকাশিত হলো ভিডিও ‘জুলাই-সাহসিকা’

ছবি: সংগৃহীত

আজ শনিবার (৫ এপ্রিল) অন্তর্বর্তী সরকারের 'চিফ অ্যাডভাইজর গব (Chief Adviser GOB)' নামের অফিশিয়াল ফেসবুক পেজে জুলাই আন্দোলনে নারী শিক্ষার্থী তথা মেয়েদের অবদানকে স্মরণ করে একটি ভিডিও আপলোড করা হয়েছে।

ভিডিওর ক্যাপশনে বলা হয়, যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট কর্তৃক ২০২৫ এর ম্যাডলিন অলব্রাইট পুরষ্কার প্রাপ্তি উপলক্ষ্যে বাংলাদেশের সাহসী মেয়েদের প্রতি কৃতজ্ঞতা জানাতে এই ভিডিও 'জুলাই-সাহসিকা'।

ভিডিওটি জুলাই আন্দোলন চলাকালীন আন্দোলনে অংশ নেওয়া স্লোগানরত, রাস্তায় অবস্থানরত এবং প্ল্যাকার্ড, মোমবাতি হাতে মেয়েদের বেশ কিছু ছবির সাথে 'মোরা ঝঞ্ঝার মত উদ্দাম' নজরুলগীতিটি যুক্ত করে তৈরি।

জুলাই গণঅভ্যুত্থানে মেয়েদের অবদানের প্রতি কৃতজ্ঞতা জানাতে এই ভিডিওর ক্যাপশনে লেখা হয়েছে, 'তুমি কে, আমি কে-রাজাকার, রাজাকার' স্লোগানে বিশ্ববিদ্যালয় প্রকম্পিত করে জুলাই আন্দোলনের সলতেতে আগুন ধরিয়ে দিয়েছিল তারা।

ক্যাপশনে লেখা হয়েছে, 'বাংলাদেশের সাহসী মেয়েরা শুধু যে আন্দোলনে অংশগ্রহণ করেছে তা না, বহু জায়গায় তারা নেতৃত্ব দিয়েছিল। হাসিনার খুনী বাহিনীর আক্রমনের মুখে আন্দোলনকারী পুরুষ সহপাঠীদের সামনে অকুতোভয়ে ঢাল হয়ে দাঁড়িয়েছিল। আমরা নিশ্চিত জানি এই মেয়েরাই সামনের দিনেও আমাদের পথ দেখাবে।'

 

সূত্র: https://www.facebook.com/share/v/191pS9yHun/

রাকিব

×