ঢাকা, বাংলাদেশ   রোববার ০৬ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১

শেখ হাসিনাকে ফেরাতে মরিয়া ঢাকা; প্রয়োজনে ভারতের সর্বোচ্চ আদালতে যাওয়ার পরামর্শ

প্রকাশিত: ১৬:৪২, ৫ এপ্রিল ২০২৫; আপডেট: ১৬:৪২, ৫ এপ্রিল ২০২৫

শেখ হাসিনাকে ফেরাতে মরিয়া ঢাকা; প্রয়োজনে ভারতের সর্বোচ্চ আদালতে যাওয়ার পরামর্শ

ছবি: সংগৃহীত

শেখ হাসিনার প্রত্যার্পণ ইস্যুতেই এখন সরগরম কূটনৈতিকপাড়া। ইউনূস-মোদি বৈঠকে সম্পর্কের বরফ কিছুটা গললেও প্রশ্ন এখন ঢাকার অনুরোধে আদৌ দিবে কি দিল্লি? আইনজীবীরা বলছেন এমনটা না হলে বন্দি বিনিময় চুক্তির আওতায় ভারতের সুপ্রিম কোর্টে আইনী লড়াইয়ে করতে পারবে বাংলাদেশ। 

ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর থেকেই শীতল হতে থাকে ঢাকা-দিল্লি সম্পর্ক। আনুষ্ঠানিকভাবে সাবেক প্রধানমন্ত্রীকে ফেরত চাইলেও মুখে কুলুপ এটে বসে থাকে মোদি প্রশাসন। এমন প্রেক্ষাপটে থাইল্যান্ডে বিমসটেক সম্মেলনে ইউনূস-মোদি দ্বি-পাক্ষিক বৈঠকে তিস্তা চুক্তি, সীমান্ত হত্যা এসব ছাপিয়ে বড় হয়ে ওঠে শেখ হাসিনার প্রত্যার্পণ। 

কী প্রক্রিয়ায় ফেরত আনা যেতে পারে শেখ হাসিনাকে? কিংবা বাংলাদেশ চাইলেই কি মানবে ভারত? এমন প্রশ্নে আইনজীবী শিশির মনির বলেন, বন্দি বিনিময় চুক্তির আওতায় ফেরত না দিলে সুযোগ আছে দেশটির সর্বোচ্চ আদালতে আইনী লড়াইয়ের। 

শিশির মনির বলেন, ভারতের সরকারের ইচ্ছার উপরই এটা প্রধানতমভাবে নির্ভরশীল।  তারপরেও বিষয়টি আদালত পর‌্যন্ত গড়াতে পারে বলে আমার মনে হয়। বাংলাদেশ সরকার যদি চায় ভারতের কাছে চাইতে পারে, চেয়েছে তারা। ভারত যদি দিতে রাজি না হয় তাহলে বাংলাদেশের কাছে অপশন আছে ভারতীয় আদালতে গিয়ে লড়াই করার। ভারতীয় আদালতে গিয়ে যদি ফাইট করে তাহলে এটি আরেকটি অপশন খোলা আছে। আর স্বেচ্ছায় যদি ভারত দিয়ে দেয় তাহলে তো সমস্যা এখানেই সমাধান হয়ে যাবে। 

 

ভিডিও লিংক: https://www.facebook.com/watch/?v=544529701602725&rdid=Pj7mlcoOeCzWOHsm

শিহাব

×