ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৯ এপ্রিল ২০২৫, ২৬ চৈত্র ১৪৩১

নির্বাচন এখন নাজায়েজ, আমিও নাই দিদিও নাই কেমন মজা হবে: রফিকুল্লাহ আফসারী

প্রকাশিত: ১৬:২৬, ৫ এপ্রিল ২০২৫; আপডেট: ১৬:২৯, ৫ এপ্রিল ২০২৫

নির্বাচন এখন নাজায়েজ, আমিও নাই দিদিও নাই কেমন মজা হবে: রফিকুল্লাহ আফসারী

আল্লাহ ড. ইউনূস সাহেবের জিন্দেগীকালে  এই বাংলাদেশে তুমি নির্বাচন দিওনা বলে মন্তব্য করেছেন আলোচিত ইসলামী বক্তা রফিকুল্লাহ আফসারী।

সম্প্রতি এক ওয়াজ মাহফিলে তিনি এ মন্তব্য করেন।

আফসারী তার বয়ানে বলেন, যে নেতামত (ড. ইউনূস) তুমি দিয়েছ তা ছিনাই নিও না। আল্লাহ তুমি তাকে নেক হায়াত দাও।

যদি ইউনূসের সাথে এক টেবিলে বসতাম তাহলে বলতাম, দাদা তুমি কেমন আছ? আমি সারাবিশ্বে মুক্ত প্রজাপতির মত ঘুরতাম, একটা লেকচার দিতাম ৭৫ হাজার ডলার পেতাম। আর এই দেশে পুরো মাস চাকরি করে টাকা পায় ১ লাখ সামথিং।

আপনারা যে নির্বাচন নির্বাচন করেন, নির্বাচন এখন নাজায়েজ। দরকারই নাই। আগে দেশটা একটা লাইনে আসুক। অফিসে যারা আমলা তারাও ঠিকমত দেশ চালাতে পারছে না উল্লেখ করে তিনি আরো বলেন, এখন সবাই নেতা। প্রত্যেকটা অফিসারকে অফিসে কষ্ট দিচ্ছে। চাঁদাবাজি এখনো বন্ধ হয় নি। দল নিষিদ্ধ হবে, মানুষকি নিষিদ্ধ হবে। আমরা চাচ্ছি সবাইকে নিয়ে জান্নাতে যাওয়া। আমিও নাই দিদিও নাই কেমন মজা হবে। বাঁচতে যদি চান তাহলে কোরআনের ছায়াতলে আসুন।

ফুয়াদ

আরো পড়ুন  

×