ঢাকা, বাংলাদেশ   রোববার ০৬ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১

ধর্ষণের দৃশ্য মোবাইলে ধারণ করে ভয় দেখিয়ে কয়েক দফা ধর্ষণ, বাধা দেওয়ায় মারধর

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, পটুয়াখালী

প্রকাশিত: ১৬:১৬, ৫ এপ্রিল ২০২৫; আপডেট: ১৬:১৬, ৫ এপ্রিল ২০২৫

ধর্ষণের দৃশ্য মোবাইলে ধারণ করে ভয় দেখিয়ে কয়েক দফা ধর্ষণ, বাধা দেওয়ায় মারধর

ছবি: সংগৃহীত

প্রথমবার ধর্ষণের দৃশ্য মোবাইলে ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরালের ভয় দেখিয়ে দুই সন্তানের জননীকে (২৩) কয়েক দফা ধর্ষণ করা হয়েছে। মামাতো দেবর সোহাগ হাওলাদারের বিরুদ্ধে এমন অভিযোগ তুলেছেন ওই নারী। সবশেষ গতকাল শুক্রবার দুপুরে বাড়িতে একা পেয়ে ধর্ষণ করে সোহাগ। রাতে ফের ধর্ষণে ব্যর্থ হয়ে তাকে মারধর করা হয়। বর্তমানে ওই নারী কলাপাড়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের মধ্য টিয়াখালী গ্রামের ঘটনা।

আহত ওই নারী গণমাধ্যমকে জানান, আত্মীয়তার সুযোগে তাদের ঘরে আসা-যাওয়া করত সোহাগ হাওলাদার। প্রায় আড়াই বছর আগে ঘরে একা পেয়ে প্রথমে ওই নারীকে ধর্ষণ করে সোহাগ। তখন মোবাইলে এ দৃশ্য ধারন করা হয়। পরে ধারনকৃত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করার ভয় দেখিয়ে বিভিন্ন সময়ে কয়েকবার জোর করে ধর্ষণ করা হয়।

সবশেষ শুক্রবার দুপুরে ভিকটিম আবারো ধর্ষণের শিকার হন। সন্ধ্যায় ওই নারীর স্বামী নদীতে মাছ ধরতে গেলে রাত আনুমানিক সাড়ে ১১ টার দিকে সোহাগ ঘরে প্রবেশ করে ফের ধর্ষণের চেষ্টা চালায়। এতে বাধা দিয়ে ওই নারী তার স্বামীকে কৌশলে মোবাইলে ঘটনাটি জানান। বিষয়টি বুঝতে পেরে সোহাগ ক্ষীপ্ত হয়ে ওই নারীকে মারধর করে। এসময় তার স্বামী বাড়িতে এসে পৌছলে সোহাগ সটকে পড়ে। বর্তমানে সোহাগ পলাতক রয়েছে। কলাপাড়া থানার পরিদর্শক (তদন্ত) মোস্তাফিজুর রহমান জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।  প্রাথমিক তদন্ত সম্পন্ন করা হয়েছে। মামলার প্রক্রিয়া চলছে।

মেজবাহউদ্দিন মাননু/মেহেদী হাসান

×