ঢাকা, বাংলাদেশ   রোববার ০৬ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১

চা দোকানে বসে থাকা ব্যক্তির প্রাণ গেলো মোটরসাইকেলের ধাক্কায়

নিজস্ব সংবাদদাতা, গফরগাঁও, ময়মনসিংহ

প্রকাশিত: ১৫:৫৭, ৫ এপ্রিল ২০২৫

চা দোকানে বসে থাকা ব্যক্তির প্রাণ গেলো মোটরসাইকেলের ধাক্কায়

ছবি: সংগৃহীত

ময়মনসিংহের গফরগাঁওয়ে নিয়ন্ত্রণহীন মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেলো সাত্তার মাঝি (৪৫) নামে এক ব্যক্তির। তিনি উপজেলার গফরগাঁও ইউনিয়নের পাঁচপাইর গ্রামের সুরুজ মিয়ার ছেলে। এ ঘটনায় মোটরসাইকেল চালক দুগাছিয়া গ্রামের বাদল মিয়ার ছেলে রিফাত(২০) গুরুতর আহত। শুক্রবার গভীর রাতে উপজেলার গফরগাঁও ইউনিয়নের পাঁচপাইর গ্রামে ঘটনাটি ঘটে। 

জানা যায়, সাত্তার মাঝি রাত একটার সময় পাঁচপাইর গ্রামে গফরগাঁও টু পাঁচবাগ সড়ক থেকে মিটার নিচে সামাদের  চায়ের দোকানের টেবিলে বসে ছিলো।এ সময় একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুতগতিতে এসে ধাক্কা দিয়ে ২০ মিটার দূরে ছিটকে ফেলে দেয়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় সাত্তার মাঝি মোটরসাইকেল চালক রিফাতকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরিস্থিতির অবনতি হলে দুজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো।  রাত আড়াইটার দিকে চিকিৎসক সাত্তার মাঝিকে মৃত ঘোষণা করেন।

গফরগাঁও থানার ওসি শিবিরুল ইসলাম বলেন, এই ঘটনায় একজন নিহত মোটরসাইকেল চালক গুরুতর আহত। মোটরসাইকেল আটক করা হয়েছে।

 

শেখ আব্দুল আওয়াল/মেহেদী হাসান

×