
ছবি: সংগৃহীত
ঢাকা শহরের বায়ু দূষণ দীর্ঘদিনের একটি জটিল সমস্যা, যা এক দিনে বা এক বছরের মধ্যে সমাধান সম্ভব নয় বলে মন্তব্য করেছেন পরিবেশ বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তবে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, “বায়ু দূষণের সব দিক একসঙ্গে নিয়ন্ত্রণ করা কঠিন হলেও অন্তত ধুলা নিয়ন্ত্রণ করা এখনই সম্ভব।”
শনিবার সকালে শহরের একটি এলাকা পরিদর্শনে গিয়ে তিনি বলেন, “আজকেও আমরা আসার পথে লক্ষ্য করেছি, একটি খাল পুরোপুরি প্লাস্টিকে ভরা। এমন পরিস্থিতি শুধুমাত্র প্রশাসনের ওপর ছেড়ে দিলে হবে না। এলাকাবাসীকে সম্পৃক্ত করে এসব জায়গা নিয়মিত পরিষ্কার করতে হবে।”
তিনি আরও জানান, “ঢাকার কোথায় কোথায় ভাঙাচোরা রাস্তাগুলো রয়েছে, তার একটি তালিকা আমরা প্রস্তুত করেছি। যাতে দ্রুত সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো যায়।”
সৈয়দা রিজওয়ানা হাসান মনে করেন, নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ থাকলে ধুলা নিয়ন্ত্রণের মাধ্যমে বায়ু দূষণের মাত্রা অনেকাংশেই কমানো সম্ভব।
আবীর