
ছবি: সংগৃহীত
পরিবার পরিজন নিয়ে ঈদ উদযাপন শেষে কর্মস্থলে ফেরা মানুষের উপচে পড়া ঢল ফেনীর বাস কাউন্টার ও রেলওয়ে স্টেশনে। পর্যাপ্ত পরিবহন না থাকায় ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রীদের। আর যাত্রীদের যাত্রা নিরাপদ ও ভাড়া সহনীয় রাখতে জেলা প্রশাসন থেকে চলছে অভিযান।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপালে বাস কাউন্টারগুলোতে নেমেছে যাত্রীদের ঢল। শনিবার সকাল থেকে এমন চিত্র দেখা যায়। ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকেও টিকেট পাচ্ছেন না যাত্রীরা। এতে পরিবার-পরিজন নিয়ে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রীরা।
এছাড়া নানানভাবে যাত্রীদের হয়রানির করার অভিযোগ উঠেছে স্টার লাইন পরিবহনে বিরুদ্ধে। গতকাল শুক্রবার রাতে শহরের এসএসকে রোডস্থ স্টার লাইন প্রধান কাউন্টারে শহরতলীর কাজীরবাগ যাত্রীদের মারধরের অভিযোগ উঠেছে। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাবে প্রচার হয়। টিকেটের দাম বেশি ও শৃঙ্খলা না থাকার অভিযোগ করায় হামলার শিকার হোন সেই যাত্রী। যে সরকার যখন ক্ষমতায় থাকেন তাদের প্রভাব দেখিয়ে সকল অপকর্ম থেকে পার পায় বলে যোগাযোগ মাধ্যমে উঠে এসেছে। তাদের আধিপত্য বিস্তারের কারনে গত ৩৫ বছর ফেনী- ঢাকা রুটে কোন প্রতিযোগিতাকারী বাস পরিবহন টিকে উঠতে পারেনি। তাদের নানা ভাবে হয়রানি করায়, তারা পরিবহন বন্ধ করে দিতে বাধ্য হয়েছে। তাদের বেপরোয়া গতি, ফেনীতে একক আধিপত্য ও নিয়ন্ত্রণকে দুষছেন ভুক্তভোগী যাত্রীরা।
এদিকে অতিরিক্ত ভাড়া রোধে ও শৃঙ্খলা ঠিক রাখতে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালতের অভিযান নিয়মিত চলমান রয়েছে। অতিরিক্ত ভাড়া আদায় করায় ঢাকা অভিমুখী সেন্টমার্টিন পরিবহন নামে দুটো বাসকে ১২ হাজার টাকা জরিমানা করেছেন বলে জানাল ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিষ্ট্রেট মো:আলাউদ্দিন।
সড়কে বিআরটিএর নিয়মিত তদারকি না থাকায় কাউন্টারগুলোর দৌরাত্ম্যের অভিযোগ সাধারণ মানুষের।
ওছমান হারুন মাহমুদ/মেহেদী হাসান