ঢাকা, বাংলাদেশ   রোববার ০৬ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১

দেশের মিডিয়াকে বিদেশি মিডিয়ার প্রোপাগান্ডা মোকাবেলার আহ্বান

প্রকাশিত: ১৫:১৬, ৫ এপ্রিল ২০২৫

দেশের মিডিয়াকে বিদেশি মিডিয়ার প্রোপাগান্ডা মোকাবেলার আহ্বান

ছবি: সংগৃহীত

আজ (৫ এপ্রিল) শনিবার নারায়ণগঞ্জের লাঙ্গলবন্ধে ব্রহ্মপুত্র নদে অনুষ্ঠিত মহাষ্টমী স্নান উৎসব পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেঃ কর্ণেল (অব) জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় তিনি স্নান উৎসবের সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য সংশ্লিষ্ট প্রশাসন এবং আইন-শৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জানান।

তিনি বলেন, "এটা একটি পবিত্র কাজ, যাতে সবাই ভালোভাবে সম্পাদন করতে পারে, তার জন্য সব ধরনের ব্যবস্থা করা হয়েছে। এখানে গোসল করার পর সবাই পবিত্র হয়ে যায় এবং আশা করি, সবাই তা বজায় রাখবেন।"

এছাড়া, নদীর পানি এবারের মহাষ্টমী স্নানে সঠিক ও ভালো ছিল জানিয়ে তিনি বলেন, "এবার নদীর পানি অন্যান্য বছরের তুলনায় সবচেয়ে ভালো ছিল। এছাড়া, পূর্ণার্থীর সংখ্যা অন্যান্য বছরের তুলনায় অনেক বেশি।"

স্বাস্থ্য সেবা, নিরাপত্তা ব্যবস্থা এবং প্রশাসনের সহায়তার বিষয়েও কথা বলেন লেঃ কর্ণেল (অব) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, "এখানে কোস্টগার্ড, পুলিশ, সেনাবাহিনী, আনসার ও ম্যাজিস্ট্রেটসহ অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনী উপস্থিত রয়েছে, যারা আপনাদের সেবা দিতে প্রস্তুত।"

তিনি আরও বলেন, "এটি একটি ধর্মীয় অনুষ্ঠান, সুতরাং ধর্মীয় ভাবগম্ভীরতা যেন নষ্ট না হয়, সেদিকে সকলকে খেয়াল রাখতে হবে।"

সাম্প্রদায়িক সম্প্রীতি এবং শান্তি বজায় রাখার জন্য তিনি সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, "এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই একসাথে কাজ করছে এবং একে অপরকে সাহায্য করছে। আমাদের দেশে এমন সম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।"

শেষে, তিনি সবার প্রতি আহ্বান জানান, যেন তারা নিরাপত্তা এবং শৃঙ্খলা বজায় রেখে স্নান উৎসব সম্পন্ন করেন এবং কোনো ধরনের মিথ্যা সংবাদ প্রচার না করেন।

তিনি বলেন, "আপনারা সঠিক সংবাদ প্রচার করবেন এবং সবার মধ্যে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করবেন।"

এছাড়া, ভবিষ্যতে এই ধরনের অনুষ্ঠান আরও ভালোভাবে আয়োজনের জন্য জেলা প্রশাসন এবং অন্যান্য সংস্থার সঙ্গে আলোচনা করা হবে বলেও তিনি জানান।

আবীর

×