ঢাকা, বাংলাদেশ   রোববার ০৬ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১

বরিশালে বাসের সিন্ডিকেট দৌরাত্ম্যে ভাড়া নৈরাজ্যের অভিযোগ, কর্মস্থলগামী যাত্রীরা চরম দুর্ভোগে

স্টাফ রিপোর্টার, বরিশাল

প্রকাশিত: ১৫:০৬, ৫ এপ্রিল ২০২৫; আপডেট: ১৫:০৬, ৫ এপ্রিল ২০২৫

বরিশালে বাসের সিন্ডিকেট দৌরাত্ম্যে ভাড়া নৈরাজ্যের অভিযোগ, কর্মস্থলগামী যাত্রীরা চরম দুর্ভোগে

ছবি: সংগৃহীত

ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরা মানুষের ঢলে বরিশালের কেন্দ্রীয় বাস টার্মিনালসহ দূরপাল্লার পরিবহনের প্রতিটি কাউন্টারে উপচে পড়া ভিড় বেড়েই চলেছে। গত দুদিনে ভোর থেকেই হাজারো যাত্রী বাসের টিকিটের জন্য নগরীর নথুল্লাবাদ বাস টার্মিনালে লাইনে দাঁড়াচ্ছেন। এই সুযোগে এক শ্রেণির অসাধু ব্যক্তির তৈরি সিন্ডিকেটের দৌরাত্ম্যে বাসের ভাড়া নৈরাজ্যের অভিযোগ পাওয়া গেছে।

ইতোমধ্যে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে একাধিক টিকিট কাউন্টারের মালিককে মোটা অংকের টাকা জরিমানা করেও সিন্ডিকেট ব্যবসায়ীদের দমাতে পারেননি।

আজ শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলার বাস টার্মিনাল ও দূরপাল্লার বিভিন্ন কাউন্টারগুলোতে অপেক্ষারত যাত্রীদের অভিযোগে জানা গেছে, ঢাকাসহ বিভিন্ন গন্তব্যে ফেরার জন্য পূর্বের নির্ধারিত ভাড়ার চেয়ে এখন দুই থেকে তিনশ’ টাকা পর্যন্ত অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে।

বিশেষ করে ইলিশ পরিবহন নামের একটি বেসরকারি বাস সার্ভিসের বিরুদ্ধে অতিরিক্ত ভাড়া নেওয়ায় ঘটনায় যাত্রীরা চরম ক্ষুব্ধ হয়েছেন। অভিযোগের বিষয়ে জানতে নথুল্লাবাদ বাস টার্মিনালের ইলিশ কাউন্টারে গেলে ক্যামেরা দেখে কাউন্টার ম্যানেজার দৌঁড়ে পালিয়ে যায়।

যাত্রীদের অভিযোগে জানা গেছে, 'বাস শ্রমিকরা বলছেন- সিট নেই, দ্রুত গেলে বেশি ভাড়া দিলে সিট পাওয়া যাবে। এভাবে সাধারণ যাত্রীদের সাথে প্রতারণা করে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে।'

যাত্রীদের অভিযোগ, সরকারি পরিবহন সংস্থা বিআরটিসিতেও চলছে একই সিন্ডিকেট। অভিযোগ রয়েছে, বরিশালের বিআরটিসি ডিপোর হাফিজ ও কামাল নামের দুই চালকের নেতৃত্বে গঠিত একটি সিন্ডিকেট কৌশলে যাত্রীদের জিম্মি করে অতিরিক্ত ভাড়া আদায় করছে।

সূত্রমতে, বরিশাল থেকে ঢাকা পর্যন্ত সরকার নির্ধারিত ভাড়া সাতশ’ টাকা হলেও ডিপোর বাহিরে রাখা বিআরটিসি বাসগুলোতে যাত্রীদের কাছ থেকে নয়শ’ থেকে এক হাজার টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে। এ ধরনের সিন্ডিকেট চক্র ডিপোর ভিতরে মাত্র ২-৩টি সিট বরাদ্দ রেখে বাকি যাত্রীদের বাইরে পাঠিয়ে জিম্মি করে অতিরিক্ত অর্থ হাতিয়ে নিচ্ছে।

এছাড়াও জেলার রহমতপুর থেকে গৌরনদী পর্যন্ত পথ জুড়ে থাকা বিআরটিসি’র কাউন্টারগুলো নামেমাত্র সিট বরাদ্দ রেখে বাকিটা অতিরিক্ত মূল্যে সিন্ডিকেটের মাধ্যমে বিক্রি করা হচ্ছে। সূত্রে আরও জানা গেছে, ঈদের পর প্রতিদিন গড়ে ২০টি ট্রিপ চালাচ্ছে বিআরটিসি। অথচ প্রতিটি কাউন্টারে পুরো ট্রিপ মিলিয়ে ৫-৬টি সিট বরাদ্দ রাখা হচ্ছে। এতে কাউন্টার মালিকরাও চরম ক্ষুব্ধ হয়েছেন।

এ বিষয়ে পরিবহন মালিক সমিতি ও বিআরটিসি কর্তৃপক্ষের কঠোর নজরদারি এবং জবাবদিহিতা নিশ্চিত না হলে সাধারণ যাত্রীরা প্রতিনিয়ত ওই সিন্ডিকেট চক্রের হাতে জিম্মি হয়ে পড়ার আশঙ্কা করছেন সুশীল সমাজের নেতৃবৃন্দ।

অপরদিকে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে নগরীর নথুল্লাবাদ বাস টার্মিনালের বাস কাউন্টারগুলোতে যৌথ অভিযান পরিচালনা করেছে বরিশাল বিআরটিএ ও জেলা প্রশাসন। ঈদকে ঘিরে যাত্রীদের কাছ থেকে পরিবহনগুলোর অতিরিক্ত ভাড়া আদায়ের সত্যতা পাওয়ায় তিনটি টিকিট কাউন্টারের মালিককে নগদ অর্থ জরিমানা করেছেন জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সমাপ্তি রায়।

এছাড়াও জেলা প্রশাসকের নির্দেশে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে বরিশালের প্রবেশদ্বার গৌরনদী উপজেলার মহাসড়কে বিভিন্ন পরিবহনে অভিযান অব্যাহত রেখেছেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মো. আবু আবদুল্লাহ খান।

রাকিব

×