ঢাকা, বাংলাদেশ   রোববার ০৬ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১

শফিকুল আলম

ভারতের প্রতিক্রিয়া নেতিবাচক ছিল না, একদিন শেখ হাসিনাকে ফিরিয়ে আনা হবে, আমরা ‘শতাব্দীর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিচার’ দেখব!

প্রকাশিত: ১৪:৫৯, ৫ এপ্রিল ২০২৫; আপডেট: ১৫:০২, ৫ এপ্রিল ২০২৫

ভারতের প্রতিক্রিয়া নেতিবাচক ছিল না, একদিন শেখ হাসিনাকে ফিরিয়ে আনা হবে, আমরা ‘শতাব্দীর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিচার’ দেখব!

ছবিঃ সংগৃহীত

প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, দ্বিপাক্ষিক বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অধ্যাপক মুহাম্মদ ইউনূসের প্রতি গভীর সম্মান প্রদর্শন করেছেন। তিনি ইউনূস স্যারের কাজের ভূয়সী প্রশংসা করেন। বৈঠকে মোদী বলেন, “আমাদের শেখ হাসিনার সঙ্গে ভালো সম্পর্ক থাকলেও, আমরা আপনার প্রতি তাঁর অসম্মানজনক আচরণ দেখেছি। তবুও আমরা সবসময় আপনাকে সম্মান ও মর্যাদা দিয়েছি।”

অধ্যাপক ইউনূস যখন শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার (এক্সট্রাডিশনের) প্রসঙ্গ তোলেন, তখন ভারতের প্রতিক্রিয়া নেতিবাচক ছিল না। আমরা আশাবাদী, একদিন শেখ হাসিনা ঢাকায় ফিরিয়ে আনা হবে এবং তখনই আমরা ‘শতাব্দীর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিচার’ দেখব!

এটাও স্পষ্ট ছিল—ভারত এখন বাংলাদেশ নিয়ে নতুন দৃষ্টিভঙ্গিতে এগোতে চায়। বৈঠকে মোদী বারবার বলেছেন, “ভারতের সম্পর্ক বাংলাদেশের জনগণের সঙ্গে—কোনো একটি দল বা ব্যক্তির সঙ্গে নয়।”

অধ্যাপক ইউনূস সাম্প্রতিক সময়গুলোতে বারবার বলেছেন—“আমরা ভারতের সঙ্গে সবচেয়ে ভালো সম্পর্ক চাই। তবে সেটা হতে হবে ন্যায্যতা, সমতা ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে।”
 

মারিয়া

×