ঢাকা, বাংলাদেশ   রোববার ০৬ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১

শেয়ার কারসাজির দায়ে হিরু ও সা‌কিবকে ২ কোটি ২১ লাখ টাকা জরিমানা

অর্থনৈ‌তিক রি‌পোর্টার

প্রকাশিত: ১৪:৪৬, ৫ এপ্রিল ২০২৫

শেয়ার কারসাজির দায়ে হিরু ও সা‌কিবকে ২ কোটি ২১ লাখ টাকা জরিমানা

ছবি: সংগৃহীত

ক্রিস্টাল ইন্স্যুরেন্সের শেয়ার কারসাজির দায়ে আবুল খা‌য়ের হিরুর প‌রিবারসহ সা‌কিব আল হাসা‌ন‌কে মোট ২ কোটি ২১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সম্প্রতি সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সভায় এই জ‌রিমানা করা হয়। শাস্তির আওতায় থাকা ব‌্যক্তি‌দের ম‌ধ্যে আলো‌চিত বি‌নি‌য়োগকারী আবুল খা‌য়ে‌র হিরুর বাবা, স্ত্রীসহ আরও ক‌য়েকজন র‌য়ে‌ছেন। এছাড়া সা‌কিব আল হাসা‌নের ব‌্যবসায়ী প্রতিষ্ঠান মোনার্ক মার্ট ও ব‌্যক্তি সা‌কিব আল হাসানকেও জ‌রিমানা করা হ‌য়ে‌ছে।

বিএসইসি সূত্রে জানা গেছে, ক্রিস্টাল ইন্স্যুরেন্সের শেয়ার কারসাজি করে আইন লঙ্ঘনের দায়ে সিকিউরিটির অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স, ১৯৬৯ এর সেকশন ১৭(ই)(২), সেকশন ১৭(ই)(৩), সেকশন ১৭(ই)(৫) এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (উল্লেখযোগ্য সংখ্যক শেয়ার অর্জন, অধিগ্রহণ ও কর্তৃত্ব গ্রহণ) বিধিমালা, ২০১৮ এর বিধি ৪(১) এর প্রদত্ত ক্ষমতাবলে পুঁজিবাজারে তালিকাভুক্ত ক্রিস্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ার লেনদেনে কারসাজির মাধ্যমে সিকিউরিটিজ আইন ভঙ্গ করায় ইশাল কমিউনিকেশন লিমিটেডকে ৮৫ লাখ টাকা, কনিকা আফরোজকে ৪৯ লাখ টাকা, মোনার্ক এক্সপ্রেসকে ২২ লাখ টাকা, মো. আবুল খায়ের হিরুকে ৩৭ লাখ টাকা, মোনার্ক মার্টকে ১৫ লাখ টাকা, কাজী সাদিয়া হাসানকে ১৩ লাখ টাকা, সাকিব আল হাসানকে ৩ লাখ টাকা, আবুল কালাম মাতব্বেরকে ৩ লাখ টাকা, লাভা ইলেকট্রোডস ইন্ডাস্ট্রিজকে ৩ লাখ টাকা, হুমায়ুন কবিরকে ৩ লাখ টাকা, মো. জাহেদ কামালকে ২ লাখ টাকা, মো. আশফাকুজ্জামানকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সব মি‌লে ক্রিস্টাল ইন্স্যুরেন্সের শেয়ার কারসাজির দায়ে মোট ২ কোটি ২১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

আবীর

×