ঢাকা, বাংলাদেশ   রোববার ০৬ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১

বাংলাদেশকে বলা হয় বিশ্বের সবচাইতে নোংরা দেশ: পরিবেশ উপদেষ্টা

প্রকাশিত: ১৪:৩৬, ৫ এপ্রিল ২০২৫; আপডেট: ১৪:৩৭, ৫ এপ্রিল ২০২৫

বাংলাদেশকে বলা হয় বিশ্বের সবচাইতে নোংরা দেশ: পরিবেশ উপদেষ্টা

ছবি: সংগৃহীত

পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, বাংলাদেশকে বলা হয় বিশ্বের সবচাইতে নোংরা দেশ। সবচাইতে নোংরা দেশ থেকে উত্তরণের জন্য নীতি লাগবে, নীতির প্রয়োগ লাগবে, ইনভেস্টমেন্ট লাগবে।

শনিবার (৫ এপ্রিল) দুপুরে রাজধানীর মাতুয়াইলে স্যানিটারি ল্যান্ডফিল (ময়লার ভাগাড়) এলাকা পরিদর্শন শেষে বায়ু দূষণ পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা জানান।

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, হিউজ টাকা ইনভেস্ট করতে হবে। সরকার যেন পয়োবর্জ্য এবং ওয়েস্ট  ম্যানেজমেন্টে ইনভেস্ট করে সেই চেষ্টাটা আমাদের থাকবে। আমরা শুধু বড়বড় রাস্তা, সেতু এগুলোতে ইনভেস্ট করি। এইখানে মানুষের দুর্ভোগগুলো তেমনভাবে আমরা দেখি না। সরকার এই ক্ষেত্রগুলোতে যেন অন্তত পরিকল্পনা করে টাকার ব্যবস্থা করে দিতে পারে সেই চেষ্টাটা আমরা করবো।

 

শিহাব

×