ঢাকা, বাংলাদেশ   রোববার ০৬ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১

ধামরাইয়ে মহা অষ্টমীর গঙ্গা স্নানোৎসব ও মেলা শুরু

নিজস্ব সংবাদদাতা, ধামরাই, ঢাকা

প্রকাশিত: ১৪:২০, ৫ এপ্রিল ২০২৫

ধামরাইয়ে মহা অষ্টমীর গঙ্গা স্নানোৎসব ও মেলা শুরু

ছবি: সংগৃহীত

প্রথম প্রহর থেকে ধামরাই উপজেলার চৌহাট ইউনিয়নের বংশী নদীর পাড়ে আনন্দ উৎসবের মধ্য দিয়ে মহা অষ্টমীর গঙ্গা স্নান ও মেলা শুরু হয়েছে। শনিবার (০৫ এপ্রিল) ভোর থেকে শুরু হয়েছে স্নানোৎসব ও মেলা।

হিন্দু সম্প্রদায়ের হাজার হাজার লোক গঙ্গা স্নানের মাধ্যমে নিজেদের আত্মশুদ্ধি ঘটায়। মেলা ও গঙ্গা স্নানকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানান আয়োজক কমিটি।
গঙ্গায় (নদীতে) চিনি, কলা, মিষ্টি, দুধ ঢেলে মা গঙ্গার কাছে প্রার্থনা করে, "মা যেনো সকলের মঙ্গল করেন"।

পাপ থেকে পরিত্রাণ পেতে আত্মশুদ্ধি পেতে এই গঙ্গা স্নান করা হয়। পবিত্র এই উৎসবে একে অপরের প্রতি ভালোবাসা সৃষ্টি করে। এরপর তীরে উঠে বস্ত্র পরিবর্তন করে মন্দিরে পূজা পর্ব সম্পন্ন করেন। পরে মুড়ি, পায়ড়ার ছাতু, দই, মিষ্টি, বিন্নি খাদ্যসহ সারাদিন তারা নিরামিষ খাবার গ্রহণ করে।

আবীর

×