
ছবি: সংগৃহীত
হবিগঞ্জে মোবাইল চুরির অপরাধে যুবকের গায়ে আগুন দিয়ে হত্যা চেষ্টা মামলায় ২ জন আসামীকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তারকৃতরা হলেন- হবিগঞ্জ সদর উপজেলার বন দক্ষিণ গ্রামের মোঃ আঃ মালিক (৫৫) ও মোঃ মোজাহিদ মিয়া (২২)। শনিবার দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন র্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।
এর আগে শুক্রবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ সিপিসি-৩ এর একটি আভিযানিক দল বানিয়াচং এলাকায় অভিযান চালিয়ে ওই ২জনকে গ্রেপ্তার করে। পরে তাদেরকে বাহুবল মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
মো.মামুন চৌধুরী/মেহেদী হাসান