
“গত ২৫ বছর একবারের জন্য জয় বাংলা বলি নাই, আজ থেকে বলবো। আজকে শপথ করে গেলাম মায়ের কবরে, বাবার কবরে যে, আজ থেকে আমি জয় বাংলা বলবো,” বলেছেন বঙ্গবীর কাদের সিদ্দিকী।শুক্রবার (৪ মার্চ) বিকেলে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ছাতিহাটী নিজ গ্রামে বাবা-মায়ের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসব কথা বলেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী।
২৬ মার্চ জয় বাংলা স্লোগান দেওয়ার জন্য কয়েকজনকে গ্রেপ্তারে ক্ষুব্ধ হয়ে কাদের সিদ্দিকী বলেন, স্বাধীন বাংলাদেশের জয় বাংলা ছিল মুক্তিযুদ্ধের স্লোগান। এটা কারো দলের নয়, কোন ব্যক্তির নয়, কোন গোষ্ঠীর নয়। এটা মুক্তিযুদ্ধের স্লোগান, স্বাধীনতার স্লোগান। যতদিন বাংলাদেশ থাকবে, ততদিন জয় বাংলা থাকবে।”
“আমি গত ২৫ বছর একবারের জন্য জয় বাংলা বলি নাই। আজকে শপথ করে গেলাম মায়ের কবরে, বাবার কবরে যে, আজ থেকে আমি জয় বাংলা বলবো।”-বলেন কাদের সিদ্দিকী।
কাদের সিদ্দিকী বলেন,“মুক্তিযুদ্ধ আমাকে মানুষ করে দিয়েছে। মুক্তিযুদ্ধে আমি রুখে দাঁড়াতে পারবো এটাও আমার ধারণা ছিল না। তখন আমাদের নেতা ছিলেন বড় ভাই লতিফ সিদ্দিকী। আমরা তার নেতৃত্বেই চলেছি। আল্লাহ আমাদেরকে জয় দিয়েছিলেন এবং বাংলাদেশ স্বাধীন হয়েছিল।”
তিনি বলেন,“আজকে এত দালান কোঠা, ঘরবাড়ি, রাস্তাঘাট, বাংলাদেশ স্বাধীন না হলে এর কিছুই হতো না। কিন্তু বড় দুর্ভাগ্যের বিষয়, আজ অনেকেই সেই স্বাধীনতাকে মনেই করতে চায় না।”
বর্তমান রাজনৈতিক অবস্থা প্রসঙ্গে কাদের সিদ্দিকী বলেন,“৫ই আগস্ট হাসিনা সরকারের পতন হয়েছে। কেউ কেউ মনে করতে চায় যে এটা স্বাধীনতার পতন হয়েছে। না, কোনমতেই না।"
তিনি আরও বলেন,“আজকে যে নেতারা বিপ্লব ঘটিয়েছেন, আমি তাদের বিপ্লবের জন্য তাদেরকে সাধুবাদ জানাই। তারা যদি ঠিকভাবে চলতে পারতেন, তবে বহু বছর তাদেরকে মানুষ স্মরণ রাখতো। কিন্তু তারা স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করে ফেলেছে। তারা বঙ্গবন্ধুকে মানে না, তারা জিয়াউর রহমানকে মানে না, তারা আমাদের কাউকেই মানে না। এটা ভালো কথা নয়।”
সাংবাদিক ও উপস্থিত নেতাকর্মীদের বলেন,“তোমরা আসছো আমার মায়ের মৃত্যুবার্ষিকীতে, এজন্য আমার বুক ভরে গেছে। ’৭১ এ বড় ভাই আমার পাশে ছিলেন, জয়ী হয়েছিলাম। ’৭৫ এ পাশে ছিলেন জয়ী হয়েছিলাম। আজকে আবার আমার বড় ভাই পাশে আছে। দুনিয়ার অর্ধেক আমার বিরুদ্ধে চলে গেলেও আমার কিছু হবে না।”
“আমি রাজনীতি করি মানুষের পাহারা দেওয়ার জন্য। দুঃখী মানুষের পাশে দাঁড়াবার জন্য। আজ থেকে আবার বলছি, আমাদের সক্রিয় রাজনীতি করা দরকার। মায়ের কবর থেকে বাবার কবর থেকে অনুমতি নিয়ে মানুষের সেবা করতে আমরা প্রত্যেকেই ঝাঁপিয়ে পড়ব। আমি রাজনীতির সময় রাজনীতি করি, ধর্মের সময় ধর্ম করি। নামাজের সময় আমি নামাজ পড়ি। আমি একটাকে আরেকটার সঙ্গে কখনো জড়াই না।”
জয় বাংলা স্লোগান নিয়ে গ্রেপ্তারের নিন্দা জানিয়ে কাদের সিদ্দিকী বলেন,“গত ২৬শে মার্চ জাতীয় স্মৃতিসৌধে জয় বাংলা স্লোগান দেওয়ার জন্যে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। আমি এর নিন্দা জানাই। স্বাধীন বাংলাদেশের জয় বাংলা ছিল মুক্তিযুদ্ধের স্লোগান। এটা কারো দলের নয়, কোন ব্যক্তির নয়, কোন গোষ্ঠীর নয়। এটা মুক্তিযুদ্ধের স্লোগান, স্বাধীনতার স্লোগান। যতদিন বাংলাদেশ থাকবে, ততদিন জয় বাংলা থাকবে। আমি গত ২৫ বছর একবারের জন্য জয় বাংলা বলি নাই। আজকে শপথ করে গেলাম মায়ের কবরে, বাবার কবরে যে, আজ থেকে আমি জয় বাংলা বলবো।আমাদের সবার বাংলাদেশের স্বাধীনতাগামী মানুষের, বাংলাদেশের মানুষের হবে জয় বাংলা।”
সূত্র:https://tinyurl.com/4t25a4vm
আফরোজা