
ছবিঃ সংগৃহীত
মিয়ানমারের প্রধানমন্ত্রী এবং স্টেট অ্যাডমিনিস্ট্রেশন কাউন্সিলের চেয়ারম্যান সিনিয়র জেনারেল মিন অং হ্লাইং শুক্রবার ব্যাংককের একটি হোটেলে প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মো. ইউনূস সঙ্গে সাক্ষাৎ করেছেন ষষ্ঠ বিমসটেক সম্মেলনে।
প্রফেসর ইউনূস মিয়ানমারে ২৮ মার্চের ভূমিকম্পে প্রাণহানির জন্য গভীর শোক প্রকাশ করেন এবং মিয়ানমারের মানুষের প্রতি সমবেদনা জানান। তারা বাংলাদেশ থেকে পাঠানো মানবিক সহায়তা নিয়ে আলোচনা করেন, বিশেষ করে বাংলাদেশী উদ্ধারকারী দল মিয়ানমারে পাঠানোর বিষয়টি।
প্রফেসর ইউনূস বলেন, "আমরা আরও মানবিক সহায়তা প্রদান করতে প্রস্তুত। আমাদের জাহাজগুলো প্রস্তুত রয়েছে।"
মিয়ানমার প্রধানমন্ত্রী প্রফেসর ইউনূস বিমসটেক-এর চেয়ারম্যানে নিযুক্ত হওয়ায় অভিনন্দন জানান এবং আশা প্রকাশ করেন যে, বাংলাদেশের নেতৃত্বে এই আঞ্চলিক সংগঠন নতুন দিশায় এগিয়ে যাবে।
তথ্যসূত্রঃ https://www.facebook.com/share/p/18t5R4iYx2/
মারিয়া