
ছবিঃ সংগৃহীত
লাঙ্গলবন্দ স্নানোৎসব পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, "বাংলাদেশের মতো এতো সাম্প্রদায়িক সম্প্রীতি আর কোথাও নেই।" তিনি আরও বলেন, "নদীর পানিটা যেন সবসময় ভালো থাকে, যেহেতু এখানে নদীর পানিটার প্রয়োজনীয়তা সবচেয়ে বেশি। এই পবিত্র কাজ যেন তারা ভালোভাবে সম্পাদন করতে পারে, কারণ এখানে গোসল করার পর সবাই পবিত্র হয়ে যায়।"
তিনি স্নানোৎসবের আয়োজকদের প্রতি আশা প্রকাশ করেন যে, তারা এই পবিত্রতা বজায় রাখবেন। তিনি প্রশাসনের কর্মকর্তাদেরও ধন্যবাদ জানান, যারা এই উৎসবের সুষ্ঠু ও সফল ব্যবস্থাপনা নিশ্চিত করেছেন। স্বরাষ্ট্র উপদেষ্টা আরও উল্লেখ করেন, "এবারের পুণ্যাথির সংখ্যা অন্য বারের তুলনায় অনেক বেশি।"
মারিয়া