ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৫ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১

ঈদের ছুটি শেষে জনসাধারণের রাজধানীতে ফেরা নিয়ে যা বললেন আসিফ মাহমুদ

প্রকাশিত: ১১:৫০, ৫ এপ্রিল ২০২৫

ঈদের ছুটি শেষে জনসাধারণের রাজধানীতে ফেরা নিয়ে যা বললেন আসিফ মাহমুদ

ছবি: সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ ঈদের পর রাজধানীতে জনসাধারণের ফিরে আসার বিষয়ে তার ফেসবুকে একটি পোস্ট শেয়ার করেছেন। পোস্টে তিনি লেখেন, "ঈদের আনন্দ শেষ, হৃদয়ে স্মৃতির ঝুলি—নতুন উদ্যমে আবার শহরের পথে!"

পোস্টের সঙ্গে একটি ছবি যুক্ত ছিল, যেখানে লেখা ছিল, "ভোগান্তি ছাড়াই ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরছে মানুষ।" এর মাধ্যমে আসিফ মাহমুদ ঈদের পর মানুষের ফিরে আসা এবং ঢাকায় অবস্থানরতদের সুবিধা ও ভোগান্তি মুক্ত পরিবেশের ব্যাপারে তার ইতিবাচক মন্তব্য প্রকাশ করেন।

ঈদের ছুটির পর রাজধানী ফিরতে আসা মানুষের জন্য কোনও বিশেষ ভোগান্তি না হওয়ার বিষয়টি উল্লেখ করে আসিফ মাহমুদ সামাজিক যোগাযোগ মাধ্যমে শান্তিপূর্ণ ও সুখময় পরিবেশের আহ্বান জানিয়ে তার পোস্টটি শেয়ার করেন।

আবীর

×