
ছবিঃ সংগৃহীত
বাংলাদেশের অন্তবর্তিকালীন সরকারের প্রধান উপদেষ্টা বিশ্বখ্যাত অর্থনীতিবিদ ও গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনূস সম্প্রতি চীন সফরে গিয়ে এক সাক্ষাৎকারে চীনের গভীর অভ্যন্তরে গিয়ে এক নতুন অভিজ্ঞতার কথা শেয়ার করেন। তিনি জানান, চীনে তার ভ্রমণের সময় তিনি এমন সব খাবার খেয়েছেন যা কখনও তার জীবনে খাওয়ার সুযোগ হয়নি। এর মধ্যে ছিল ফড়িং ভাজা, যা খেয়ে তিনি খুবই মজা পেয়েছেন এবং সেটি তার কাছে ভালো লেগেছে।
এছাড়া, চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের প্রস্তাবিত চীনা স্টাইলের আধুনিকীকরণ তত্ত্ব এবং ড. ইউনূসের প্রস্তাবিত থ্রি জিরো তত্ত্বের মধ্যে কোনো মিল আছে কি না, এমন একটি প্রশ্নও তাঁকে করা হয়। জবাবে ড. ইউনূস বলেন, "এখানে অনেক সামঞ্জস্য আছে। বিষয়গুলো একভাবে বলা হচ্ছে, তবে লক্ষ্যে আমরা প্রায় একই জায়গায় পৌঁছানোর চেষ্টা করছি। আমাদের মূল লক্ষ্য হচ্ছে একটি নতুন পৃথিবী সৃষ্টি করা।"
মারিয়া