
ছবিঃ সংগৃহীত
নরসিংদী-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা এডভোকেট সরদার সাখাওয়াত হোসেন বকুল ফেস দ্য পিপলের এক অনলাইন টকশোতে বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, "ওইসব ষড়যন্ত্রকারীদের হাত ভেঙে দিতে হবে, যারা ৭১কে কটাক্ষ করতে চায়, সংবিধান পরিবর্তন করতে চায়। সংবিধান পরিবর্তন করার রাইট তো কারো নেই।"
তিনি আরও বলেন, "বাংলাদেশে আরেকটা বৈষম্যমূলক ব্যবস্থা গড়ে তোলার জন্য, একটা গণতন্ত্রহীন রাষ্ট্র ব্যবস্থা চালিয়ে যাওয়ার জন্য ভারতের কোন ষড়যন্ত্রের ফাঁদে তারা পা দিয়েছে কিনা, আমার সন্দেহ হচ্ছে।"
এডভোকেট সাখাওয়াত হোসেন বকুল বলেন, "কিছু মানুষ নির্বাচনকে অযৌক্তিকভাবে জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়ে নির্বাচনকে বিলম্বিত করার প্রয়াসে বিভিন্নভাবে বক্তব্য রাখছে। এই গোষ্ঠীটা আসলে এই দেশের জনগণ কর্তৃক কখনো নির্বাচিত হতে পারবেন না, নির্বাচিত হওয়ার মতো রাজনৈতিক গুরুত্বপূর্ণ পরিস্থিতি তাদের নেই, বিধায় একটা গণতান্ত্রিকভাবে নির্বাচনের বিরোধিতা তারা করে যাচ্ছেন।"
তথ্যসূত্রঃ https://www.facebook.com/share/v/1WmNkqbuSm/
মারিয়া