
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
মাদার অফ হিউম্যানিটি খ্যাত সাবেক প্রধান মন্ত্রী শেখ হাসিনা নতুন একটি শব্দ আবিষ্কার করে। যা বার্মিজ গণহত্যার একটি আখ্যানকে স্বীকার করে। এটি প্রকাশ করে যে রোহিঙ্গাদের অস্তিত্ব নেই। জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
শনিবার (৫ এপ্রিল) শফিকুল আলম তার ভেরিফায়েড ফেসবুক পেইজের একটি স্ট্যাটাসে এসব কথা বলেন।
তিনি লিখেছেন, বার্মিজ জান্তাকে তুষ্ট করার জন্য, তথাকথিত মাদার অফ হিউম্যানিটির চাটুকার এবং কূটনীতিকরা জোরপূর্বক বাস্তুচ্যুত মায়ানমার জাতি বা Forcibly Displaced Myanmar National (FDMN) শব্দটি আবিষ্কার করেছিলেন। বার্মিজ গণহত্যার আখ্যান যা রোহিঙ্গা জনগণকে অস্বীকার করে, তা মেনে না নেওয়ার এটি একটি উপায় ছিল। তারা FDMN দের নতুন যে পরিচয় দিয়েছিলো তা হলো তারা শতাব্দীর দীর্ঘ শিল্প ও সংস্কৃতির ইতিহাস সম্পন্ন রোহিঙ্গা নয়।’
তিনি আরও বলেন, ‘চীনের কুনমিং শহরে এবং ব্যাংককে বিমসটেক শীর্ষ সম্মেলনে, যখন অন্তর্বর্তীকালীন সরকার মিয়ানমারের সামরিক জান্তার সাথে কথা বলেছিল, তখন তারা দীর্ঘ নির্যাতিত রোহিঙ্গা জনগণকে “রোহিঙ্গা’’ ই বলেছিল। জান্তার কর্মকর্তাদের স্বীকার করতে হয়েছিল। তারাও আমাদের সাথে কথা বলার সময় রোহিঙ্গা শব্দটি ব্যবহার শুরু করেছিল।’
মুমু