ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৫ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১

এখন মেয়েদের পোশাক নিয়ে আপত্তি কেন? যা বললেন উপদেষ্টা ফারুকী!

প্রকাশিত: ০৪:৫৫, ৫ এপ্রিল ২০২৫

এখন মেয়েদের পোশাক নিয়ে আপত্তি কেন? যা বললেন উপদেষ্টা ফারুকী!

ছবিঃ সংগৃহীত

এখন মেয়েদের পোশাক নিয়ে আপত্তি কেন প্রশ্নের উত্তর দিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। সাংবাদিক খালেদ মুহিউদ্দীনের টকশোতে এই উপদেষ্টাকে প্রশ্ন করা হয়, আন্দোলনের সময় তো কাউকে জিজ্ঞেস করা হয় নাই আপনি হিন্দু নাকি মুসলমান, এখন জিজ্ঞেস করা হচ্ছে। এমনকি মেয়েদের জিজ্ঞেস করা হচ্ছে গলায় ওড়না নাই কেন, তখন তো জিজ্ঞেস করা হয় নাই!

এই প্রশ্নের উত্তরে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী বলেন; এটা এখন আর নাই। এটার একটা ব্যাখ্যা আছে। দেখেন, হাসিনা যদি ভোটে যেত; তিনি ক্ষমতার লোভে ভোট জিনিসটা ধ্বংস করে ফেলেছে। আপনি দুইটা পয়েন্ট দেখাই। 

একটা হলো ভোটের মাধ্যমে সরকার পরিবর্তন হয়েছে। ভোটে সরকার পরিবর্তন হলে একটা দল ভোটে জিতে আসে। যারা ভোটে পরাজিত হয়, তারা মনে করে স্টেক কম তাদের তাই হয় নাই। যাদের স্টেক বেশি, তারা দেশ চালাচ্ছে। দেখি কেমন চালায়।
আর তারা ভুল করলে আমরা আমাদের প্রতিবাদ জানাতে থাকব। 

কিন্ত আপনি যখন সরকার পরিবর্তন ঘটান রক্ত দিয়ে, তারা সেই রক্তের মাশুল চায়। রক্ত একেকজনে একে পরিমাণে দেয় কিন্ত পরিমাণ ভিন্ন হলেও যেই রক্ত দিক সে মনে করে দেশটা আমার কথামতো চলতে হবে। 

সংস্কৃতি উপদেষ্টা আরো বলেন, যখন অভ্যুত্থান শেষ হয়ে যায়, শুধু বাংলাদেশ না; পৃথিবীর বিভিন্ন দেশে বিপ্লবের পর অনেক অরাজকতা দেখা গেছে। যখন কেউ রক্ত দিয়ে সরকার পরিবর্তন করে, তখন সে মনে করে এইটা আমার স্টেক। মুক্তিযুদ্ধের পরেও বিভিন্ন অরাজকতা করেছিল মুক্তিযোদ্ধারা। এইটা ঘটে, এইটা রিয়েলিটি ধরে রেখে এখন যদি আমরা বসে থাকি তাইলে বলবেন সরকার কাজ করে না।

 

সূত্রঃ https://www.facebook.com/share/r/151uiSXkHX/

রিফাত

×