ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৫ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১

ভারত সরাসরি একটা চাপের মধ্যে পড়লো শেখ হাসিনাকে নিয়ে: নবনীতা চৌধুরী

প্রকাশিত: ০৪:১৩, ৫ এপ্রিল ২০২৫

ভারত সরাসরি একটা চাপের মধ্যে পড়লো শেখ হাসিনাকে নিয়ে: নবনীতা চৌধুরী

ছবিঃ সংগৃহীত

ভারত সরাসরি একটা চাপের মধ্যে পড়লো শেখ হাসিনাকে নিয়ে বলে মন্তব্য করেছেন সাংবাদিক ও উপস্থাপিকা নবনীতা চৌধুরী। তার ইউটিউব চ্যানেল "নবনীতার বয়ান" নামক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ড. মোহাম্মদ ইউনূস ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে বৈঠকে শেখ হাসিনাকে প্রত্যর্পণের কথা বলেছেন। সেই সাথে মনে করিয়ে দিয়েছেন ডিসেম্বরেই হাসিনাকে ফেরাতে আনুষ্ঠানিক চিঠি দেয়া হয়েছিল ভারতকে এবং ভারত এখন পর্যন্ত তার কোন উত্তর দেয়নি। 

আমার মনে হয়, ভারত বড় ধরনের একটা চাপের মুখে পড়েছে শেখ হাসিনাকে নিয়ে। শেখ হাসিনাকে আশ্রয় দেয়া প্রসঙ্গে বড় ধরনের চাপের মুখে পড়লো ভারত এই বৈঠকে প্রধান উপদেষ্টা সরাসরি এই কথা তোলায়। 

নবনীতা আরো বলেন, বৈঠকে প্রধান উপদেষ্টা আরো বলেছেন, ভারতে বসে শেখ হাসিনাকে উস্কানিমূলক বক্তব্য দেয়া বন্ধ করতে হবে। সেই জন্য ব্যবস্থা নিতে বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। শেখ হাসিনা বিভিন্ন সময় আওয়ামী লীগের অফিশিয়াল ফেসবুক পেইজে লাইভে বক্তব্য দেন, বিভিন্ন নেতাকর্মীদের সাথে টেলিফোনে ষড়যন্ত্রমূলক কথা বলেন। আমার মনে হয়, প্রধানমন্ত্রী পর্যায়ে এই কথা উঠার পরে শেখ হাসিনার আর কোন এক্টিভিটি পাওয়া যাবে না সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভারত সরকার তাকে আর এটা করতে দিবে না।

 

সূত্রঃ https://youtu.be/iDDbgG9EKOE?si=UaGgKFlIKoFyY18D

রিফাত

×