ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৭ এপ্রিল ২০২৫, ২৪ চৈত্র ১৪৩১

প্রোপাগাণ্ডা ছড়ানোর আড্ডাখানা ভারত: মেজর ডেল এইচ খান

প্রকাশিত: ০৩:০৯, ৫ এপ্রিল ২০২৫

প্রোপাগাণ্ডা ছড়ানোর আড্ডাখানা ভারত: মেজর ডেল এইচ খান

ছবিঃ সংগৃহীত

প্রোপাগাণ্ডা ছড়ানোর আড্ডাখানা ভারত বলে মন্তব্য করেছেন মেজর ডেল এইচ খান। একটি পডকাস্টে তিনি বলেন, এখানে ভারত যে বিভৎস কাজগুলো করতেছে, তাদের গণমাধ্যম যে বিভৎস কাজগুলো করছে, সরকারের বিপক্ষে বলছে এবং আমাদের মানুষের বিপক্ষে বলছে যে সকাল-বিকাল নাকি মাইনরিটি নির্যাতন হচ্ছে। আরে ভাই! এটা তো বাংলাদেশ। 

তিনি আরো বলেন, আসলে ভারতে বসে তারা কখনোই বুঝবে না বাংলাদেশ কীভাবে চলে। আমাদের প্রেস সচিব দাওয়াত দিচ্ছে তাদেরকে আসার জন্য, কিন্ত তারা আসতেও চাচ্ছে না। 

কারণ কী? কারণ, যেই খবর দিয়ে তারা কচলাতে পারবে, কচলে কচলে বাংলাদেশের বিপক্ষে করতে পারবে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ছড়াতে পারে। ভারত এই লেভেলের ইন্ডাস্ট্রিয়াল প্রোপাগাণ্ডা, মিস ইনফরমেশন ও ডিসইনফরমেশন ছড়াচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে। 

আপনি দেখেন না, একটা রিপোর্ট বেড়িয়েছে সম্প্রতি; সেখানে বিশ্বের ১ নাম্বার ডিসইনফরমেশনের দেশ হলো ভারত। ভুয়া ইনফরমেশনের আআড্ডাখানা।

 

সূত্রঃ https://www.facebook.com/share/r/1Dk9wQRaen/

রিফাত

আরো পড়ুন  

×