
ছবি: সংগৃহীত
বাংলাদেশকে "ডিফেন্ডার্স প্যারাডাইজ" হিসেবে আখ্যায়িত করেছেন মেজর মোঃ দেলোয়ার হোসেন খান (ডেল এইচ খান)। সম্প্রতি ‘টু সেন্ট’ পডকাস্টের একটি পর্বে তিনি ইতিহাসের আলোকে বাংলাদেশের প্রতিরক্ষা কৌশল এবং ভৌগোলিক সুবিধার কথা তুলে ধরেন।
তিনি বলেন, ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ সেনানায়ক আলেকজান্ডার দ্য গ্রেট ভারত বিজয়ের পথে এলেও বাংলাদেশে প্রবেশ করেননি। তার জেনারেলরা বিশ্লেষণ করে জানান যে, তখনকার গঙ্গারিধি (বাংলাদেশ) ছিল একটি নদীবাহিত দেশ, যেখানে বর্ষাকালে যুদ্ধ করা অত্যন্ত দুরূহ। এই অঞ্চলে অসংখ্য নদ-নদী থাকায় সেখানে সেনাবাহিনী পরিচালনা করা কঠিন হয়ে পড়ে। বিশেষত, ঘোড়া নামানোর জায়গা পাওয়া এবং ক্যাম্প স্থাপন করা অসম্ভব হয়ে ওঠে।
তিনি আরও বলেন, বাংলাদেশের নিজস্ব শক্তিশালী ঘোড়সওয়ার বাহিনী এবং পদাতিক বাহিনী ছিল, যাদের ‘পাইক’ বলা হতো। অপরদিকে, আলেকজান্ডারের সেনাবাহিনীর পদাতিক বাহিনী, যারা প্রতিপক্ষের জন্য ভয়ঙ্কর প্রতিপত্তিশালী। তারা এই ধরনের জলাবদ্ধ এলাকায় কার্যকরভাবে যুদ্ধ করতে পারত না। এসব কারণেই আলেকজান্ডার বাংলাদেশ আক্রমণ না করার সিদ্ধান্ত নেন এবং তার অভিযান অন্যদিকে পরিচালিত হয়।
মেজর দেলোয়ার হোসেন খানের মতে, বর্তমান সময়েও বাংলাদেশের ভৌগোলিক বৈশিষ্ট্য একে প্রতিরক্ষামূলকভাবে শক্তিশালী করে তুলেছে। এই ভূখণ্ডে আকস্মিক বন্যা এবং অতিরিক্ত বৃষ্টিপাত শত্রুপক্ষের জন্য বাধা সৃষ্টি করতে পারে।
তার বক্তব্য অনুযায়ী, যেমন আফগানিস্তানকে ‘Superpowers’ Graveyard’ বলা হয়, তেমনি বাংলাদেশের ভৌগোলিক কৌশলগত সুবিধার কারণে এটিকে ‘Defender’s Paradise’ বলা যায়।
আসিফ