ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৫ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১

নরেন্দ্র মোদির সঙ্গে ড. ইউনূসের বৈঠকের বিষয়টি ইতিবাচক ॥ মির্জা আব্বাস

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ০০:৪৯, ৫ এপ্রিল ২০২৫

নরেন্দ্র মোদির সঙ্গে ড. ইউনূসের বৈঠকের বিষয়টি ইতিবাচক ॥ মির্জা আব্বাস

মির্জা আব্বাস

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বৈঠককে বিএনপি ইতিবাচক হিসেবে দেখছে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। শুক্রবার বিকেলে রাজধানীর শাহজাহানপুরে নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে তিনি দলের এ অবস্থানের কথা জানান।
মির্জা আব্বাস বলেন, বৈঠকে যদি দেশের স্বার্থ সংশ্লিষ্ট আলোচনা হয়, তবে সেটা ভালো। সামনে ড. ইউনূস আরও ভালো কিছু বয়ে আনবেন বলে প্রত্যাশা করি। এক প্রশ্নে তিনি বলেন, ভারতে থেকে শুধু শেখ হাসিনাকে ফেরত পাঠালেই হবে না। তার সঙ্গে তার সহযোগীদেরও পাঠাতে হবে। শেখ হাসিনার ফেরতের পর তার বিচার হতে হবে।
আরেক প্রশ্নে মির্জা আব্বাস বলেন, তিস্তা নিয়ে কোনো কথা হবে না, কিসের আলোচনা! চুক্তি পূরণ করতে হবে ভারতকে। শেখ হাসিনার আমলে যেসব অসম চুক্তি হয়েছে, তা বাতিল করতে হবে। সীমান্ত হত্যা বন্ধ করতে হবে।
মির্জা আব্বাস বলেন, কেউ কেউ বিএনপিকে আওয়ামী লীগের সঙ্গে ব্রাকেট করতে চাইছে। কিন্তু আওয়ামী লীগের সঙ্গে কখনোই বিএনপি ব্রাকেটে থাকবে না। তিনি  বলেন, সকলে মিলে বিএনপির বিরুদ্ধে লেগেছে। কারণ বিএনপিকে যদি শেষ করা যায় তাহলে ফ্যাসিজম আবারও প্রতিষ্ঠা করতে পারবে।
নির্বাচন সংক্রান্ত এক প্রশ্নে মির্জা আব্বাস বলেন, নির্বাচন নিয়ে নানা রকম কথা বলা হচ্ছে। কিন্তু এই সরকারকে নির্বাচন দিতে হবে। নির্বাচন না দিয়ে এই সরকারের কি করার আছে? নির্বাচিত ছিল না বলেই শেখ হাসিনাকে সরে যেতে হয়েছে। তিনি দেশ ছেড়ে পালিয়েছেন। সেখানে ড. ইউনূসের নির্বাচন না করার তো কোনো কারণ নেই।

×