ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৫ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১

ঈদের পঞ্চম দিনেও ঢাকায় ফিরেছে মানুষ

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ০০:০৩, ৫ এপ্রিল ২০২৫

ঈদের পঞ্চম দিনেও ঢাকায় ফিরেছে মানুষ

স্বজনদের সঙ্গে ঈদের ছুটি কাটিয়ে রাজধানীতে ফিরছে কর্মব্যস্ত মানুষ

পবিত্র ঈদুল ফিতরের পঞ্চম দিন শুক্রবারও রাজধানীতে ফিরেছেন অনেক মানুষ। তবে অন্যান্য বছরের মতো ঘরে ফেরা মানুষের ভিড় ও যানবাহনের চাপ লক্ষ্য করা যায়নি টার্মিনালগুলোতে। এদিকে ঈদের পঞ্চম দিনেও ঈদের ছুটির রেশ কাটেনি। এখনো অনেক দোকানপাট ও বড় বড় মার্কেট বন্ধ। তবে দিনভর বিনোদন কেন্দ্রগুলোতে ছিল মানুষের ভিড়।  
উল্লেখ্য, এবার ঈদের সরকারি ছুটি টানা নয়দিন। আর নয়দিনের ছুটি পেয়ে এবার প্রায় অর্ধকোটি মানুষ রাজধানী ছেড়ে নিজ নিজ জন্মভূমিতে প্রিয়জনদের সঙ্গে ঈদ উৎসব পালন করতে যান। নয়দিনের ছুটি শেষে আগামীকাল রবিবার খুলবে অফিস-আদালত। তবে এখনো অনেক মানুষ ঢাকা ফেরেননি। পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, ঈদের ছুটি শেষ না হওয়ায় ফিরতি যাত্রীর চাপ কম। তবে শনিবার চাপ বাড়তে পারে। 
এদিকে রাজধানীতে ঘর ফেরত মানুষের চাপ কম থাকায় রাস্তা-ঘাট ফাঁকা থাকা এবং যানবাহনে ভিড় না থাকায় কোথাও ভোগান্তিতে পড়তে হয়নি যাত্রীদের। এ কারণে,  ভোগান্তিহীন ফিরতি যাত্রায় স্বস্তি প্রকাশ করছেন বিভিন্ন যানবাহনে আসা যাত্রীরা।
বিভিন্ন যানবাহন টার্মিনাল সংশ্লিষ্টরা জানান, ইতোমধ্যেই সড়কে বেড়েছে যান চলাচল। বেড়েছে সাধারণ মানুষের আনাগোনাও। কিছুক্ষণ পরপর রাজধানীর সায়েদাবাদ, গাবতলী বাস টার্মিনালে আসছে ফিরতি ঈদযাত্রার দূরপাল্লার পরিবহন। তবে দূরপাল্লার পরিবহনে চোখে পড়ার মতো যাত্রীর চাপ দেখা যায়নি। এছাড়া কমলাপুর রেলস্টেশনে বিভিন্ন গন্তব্য থেকে আসা ট্রেনেও যাত্রীদের তেমন ভিড় লক্ষ্য করা যায়নি। 
এখনো অফিস না খুললেও ঝামেলা এড়াতে অনেকেই আগেভাগে চলে আসছেন রাজধানীতে। আবার কারও কারও বিভিন্ন জরুরি কাজ থাকায়ও তারা ফিরে এসেছেন। তবে এবার অন্যান্য বারের মতো কোনো সড়কে যানজট বা কোনো ধরনের ভোগান্তিতে পড়তে হয়নি যাত্রীদের। অনেকে আগেই বিভিন্ন যানবাহনের ফিরতি টিকিট কেটে রেখেছিলেন। তাই আসার সময় টিকিট পাওয়ারও কোনো সমস্যা হয়নি। আর যারা আগে টিকিট কাটেনি, তাদেরও টিকিট পেতে তেমন সমস্যা হয়নি। তাই এবারের ঈদ যাত্রায় যাত্রীদের ভোগান্তি পোহাতে হয়নি।
আগে ঈদের আগে-পরে বিভিন্ন ফেরিঘাট দিয়ে যাতায়াতের সময় ফেরিঘাটে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকতে হতো। তবে এবার ফেরিঘাটেও যাত্রীদের ভোগান্তি পোহাতে হয়নি। 
শুক্রবার ঈদুল ফিতরের পঞ্চম দিনেও ঢাকায় পরিপূর্ণ কর্মচাঞ্চল্য ফেরেনি। সকাল থেকে রাজধানীর অনেক দোকানপাট ও মার্কেট বন্ধ থাকতে দেখা যায়। এর কারণ, ঈদের ছুটি শেষ না হওয়ায় এখনো দোকানি ও মার্কেটকেন্দ্রিক ব্যবসায়ীদের মধ্যে অনেকেই কর্মস্থলে ফেরেননি। খোলা থাকা দোকানগুলোতেও বেচাকেনা কম। মৌচাক, গুলিস্তান, ধানমণ্ডি, নিউমার্কেট, গাউছিয়াসহ  বিভিন্ন মার্কেটে অন্য ছুটির দিনের মতো ভিড় ছিল না। আবার এলাকা ও পাড়া-মহল্লার অনেক দোকানেও তালা ঝুলছে। কোনো কোনো কাঁচাবাজারের দোকানগুলোও বন্ধ দেখা গেছে।

×