
ছবিঃ সংগৃহীত
মেজর মোঃ দেলোয়ার হোসেন খান (ডেল এইচ খান) সম্প্রতি টু সেন্ট পডকাস্টের একটি শো'তে বলেন, "মাইনোরিটি মারা যাচ্ছে, মাইনোরিটি মারা যাচ্ছে, এটা ভারতের একটা কৌশল, একই হুজুগ বাংলাদেশেও তুলছে ভারত!"
তিনি হায়দ্রাবাদের প্রসঙ্গ টেনে বলেন "ভারত হায়দ্রাবাদে কী করেছে?" তিনি ইতিহাস তুলে ধরে বলেন, "হায়দ্রাবাদের প্রধানকে 'নিজাম' বলা হয়। নিজাম ইংল্যান্ডকে তদানীন্তন ব্রিটিশদের সোনার ইট উপহার দিয়েছিলেন। ১৯৪৭ সালে ভারত স্বাধীন হওয়ার পর, হায়দ্রাবাদ স্বাধীন দেশ হিসেবে ভারতের সাথে যোগ দিতে চায়নি। এই সময় ভারত হায়দ্রাবাদী হিন্দু অধ্যুষিত দেশের হিন্দুদের উস্কে দিয়েছিলো তাদের ভারতের সাথে যোগ দেয়ার জন্য। এরপর অপারেশন পোলো নামে একটি সামরিক অপারেশন হয়, যা পাঁচদিন স্থায়ী ছিল। প্রথম দুইদিন চেষ্টা করলেও, হায়দ্রাবাদী আর্মি পাঁচদিন পর আত্মসমর্পণ করে।"
খান আরও বলেন, "আরেকটা দেশ ছিলো সিকিম। সিকিমেও একইভাবে এই কৌশল অনুসরণ করে হিন্দুদের উস্কে দেয়া হয়েছিলো।" তিনি সমান্তরাল টেনেছেন বর্তমান বাংলাদেশের পরিস্থিতির সাথে, যেখানে বলা হচ্ছে "মাইনোরিটি মারা যাচ্ছে", যা হায়দ্রাবাদে ভারতের পক্ষ থেকেও একইভাবে প্রচারিত হয়েছিলো। খান বলেন, "হায়দ্রাবাদে ৮৫% হিন্দু ছিল, এবং তাদের ওপর নিপীড়ন করা হচ্ছিলো, এই একই কৌশল বাংলাদেশের ক্ষেত্রেও ব্যবহার করা হচ্ছে।"
তথ্যসূত্রঃ https://www.facebook.com/share/v/19q3PrHXLs/
মারিয়া