
ছবি: সংগৃহীত
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান একটি সাক্ষাৎকারে বলেন, '২০০২ সালে বাংলাদেশই প্রথম পলিথিন নিষিদ্ধ করেছিল। কিন্তু তা বাস্তবায়নে আমরা একদম পিছিয়ে গেছি। যদি বাস্তবায়নের কথায় আসি, তাহলে আইন-শৃঙ্খলা বাহিনী দিয়েই তা করতে হয়।'
তার (রিজওয়ানা হাসান) কাছে পলিথিন ব্যাগের ব্যবহার বন্ধ হলো কিনা প্রশ্ন করার আগে নিজেদের কাছে তিনি এই প্রশ্ন করতে বলেন। তিনি বলেন, 'বুড়িগঙ্গার নিচে ৫-৭ ফুটের পলিথিনের আস্তরণ। এটা তুলবার জন্য যে যন্ত্র প্রয়োজন, তা বাংলাদেশে নেই।'
তাঞ্জানিয়া এবং রুয়ান্ডায় প্লেন থেকে নামার সময় সাথে পলিথিন আছে কিনা তা তল্লাশি করা হয় বলে জানান উপদেষ্টা রিজওয়ানা। তবে বাংলাদেশে এখনও অবাধে পলিথিন উৎপাদিত হচ্ছে এবং তা বন্ধে অভিযানে গেলে উল্টো আক্রমণের শিকার হতে হয় বলে জানান তিনি।
পলিথিনের বিকল্প হিসেবে পাটজাত ব্যাগের ব্যবহার বৃদ্ধির তাগিদ দিয়ে তিনি বলেন, 'পাট মন্ত্রণালয় এবং যুব মন্ত্রণালয়ের সাথে আমরা একটা পরিকল্পনায় চলে এসেছি। আমরা পাটের ব্যাগের সরবরাহ অনেক বাড়াবো, যাতে করে তা মানুষের ক্রয়সীমার ভিতরে থাকে।'
সূত্র: https://www.facebook.com/share/r/18eh6ucGSK/
রাকিব