
ছবি: সংগৃহীত
আওয়ামী লীগ সরকারের বিরোধী দলের প্রতি দমন-পীড়ন নিয়ে নিজের অভিজ্ঞতা শেয়ার করেছেন মফিজুর রহমান আশিক, সাবেক পাঠাগার সম্পাদক, ছাত্রদল কেন্দ্রীয় সংসদ। তিনি জানান, আওয়ামী লীগ সরকারের শাসনামলে তিনি একটি কঠিন সময়ে গুম হওয়ার শিকার হন।
আশিক বলেন, "আমি নিজেকে একটু লুকিয়ে রেখেছিলাম, কারণ দেশে চলমান আন্দোলনের মধ্যে গুম, খুন হচ্ছিল। এই পরিস্থিতি থেকে বাঁচতে আমি নিজেকে নিরাপদ জায়গায় রেখেছিলাম। তারা আমাকে বলেছিল, 'তুমি বলবে না, তুমি বলবে যে তুমি ইন্ডিয়াতে ছিলে, দুই মাস সেখানে ঘুরতে গিয়েছিলে।' তখন আমি বলি, 'ঠিক আছে স্যার'। এরপর তারা আমাকে আরও বলেছিল, 'কোন সাংবাদিকের সাথে কথা বলবে না'। আমি সেই কথাও মেনে নিয়ে এগিয়ে চলি।"
তিনি আরও বলেন, "একসময় আমাকে নিচে নামিয়ে নিয়ে গেলো এবং সার্জন আমার মাথার চুল আঁচড়িয়ে দিলেন। তিনি বললেন, 'তুমি এখন মুক্তি পেয়েছো। তুমি বুঝবে এখান থেকে বের হওয়ার পর মুক্ত জীবনের মানে কী, আর এখানকার জীবন কেমন। তুমি অন্তত এক দুই মাস আত্মগোপন করে থাকো, যাতে কেউ তোমাকে আর খুঁজে না পায়।' এরপর আমি বের হয়ে ভাইয়ের বাসায় গিয়ে প্রায় দুই তিন মাস আত্মগোপনে ছিলাম।"
এভাবে মফিজুর রহমান আশিক নিজের অভিজ্ঞতা তুলে ধরেন, যা আওয়ামী লীগ সরকারের দমন-পীড়নের চিত্র তুলে ধরে।
সূত্র: https://www.youtube.com/watch?v=yXw5h6LB2qI
আবীর