ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

প্রথম ধাপে ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে নিতে সম্মত মিয়ানমার

প্রকাশিত: ২১:৫৫, ৪ এপ্রিল ২০২৫

প্রথম ধাপে ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে নিতে সম্মত মিয়ানমার

ছবি: সংগৃহীত

মিয়ানমার প্রথম দফায় ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে সম্মত হয়েছে। শুক্রবার (৪ এপ্রিল) ব্যাংককে অনুষ্ঠিত ষষ্ঠ বিমস্টেক শীর্ষ সম্মেলনের ফাঁকে এক বৈঠকে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। মিয়ানমারের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইউ থান শোয়ে বাংলাদেশের প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি ড. খলিলুর রহমানকে এ বিষয়ে অবহিত করেন।

বাংলাদেশে আশ্রয় নেওয়া প্রায় ৮ লাখ রোহিঙ্গার তালিকা থেকে ১ লাখ ৮০ হাজার জনকে ফেরত নেওয়ার উপযোগী হিসেবে চূড়ান্ত স্বীকৃতি দিয়েছে মিয়ানমার। ২০১৮ সাল থেকে ২০২০ সালের মধ্যে বাংলাদেশ ছয় ধাপে এ তালিকা মিয়ানমারের কাছে হস্তান্তর করে।


এছাড়া, আরও ৭০ হাজার রোহিঙ্গার চূড়ান্ত যাচাই প্রক্রিয়া এখনো চলমান রয়েছে। তাদের নাম ও ছবি যাচাইয়ের পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। যাচাই প্রক্রিয়া সম্পন্ন হলে তাদের প্রত্যাবাসনের বিষয়টিও নির্ধারিত হবে।

বিশ্লেষকদের মতে, এটি রোহিঙ্গা সংকটের দীর্ঘমেয়াদি সমাধানের পথে একটি বড় অগ্রগতি। শুধু প্রথম দফায় চিহ্নিত আড়াই লাখ রোহিঙ্গাই নয়, বাকি সাড়ে পাঁচ লাখ রোহিঙ্গারও দ্রুত যাচাই-বাছাই করা হবে, যাতে তাদের প্রত্যাবাসন কার্যক্রম এগিয়ে নেওয়া সম্ভব হয়।

ভিডিও দেখুন: https://youtu.be/eygjCIjaemU?si=TbXqiLCnamKcWikW

এম.কে.

আরো পড়ুন  

×