ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৫ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১

এক বাক্যে বাংলাদেশকে নিয়ে আলোচনায় ট্রাম্প

প্রকাশিত: ২১:২৬, ৪ এপ্রিল ২০২৫

এক বাক্যে বাংলাদেশকে নিয়ে আলোচনায় ট্রাম্প

গেল কদিন আগেই বাংলাদেশসহ বেশ কয়েকটি দেশের ওপর ‘পারস্পরিক’ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুল্ক আরোপের ঘোষণা দেওয়ার পর থেকেই আলোচনায় মার্কিন প্রেসিডেন্ট ডোলাল্ড ট্রাম্প। ট্রাম্প এদিন হোয়াইট হাউস থেকে সাংবাদিকদের সামনে এসব দেশের তালিকা সমৃদ্ধ একটি বোর্ড তুলে ধরেন।

সেখানে দেশগুলোর নাম উচ্চারণ করে বিভিন্ন কথা বলেন। বিশেষ করে চীন, ভারত, ভিয়েতনাম, কম্বোডিয়া, ইউরোপীয় ইউনিয়ন ও জাপানের তীব্র সমালোচনা করেন তিনি। ট্রাম্প অভিযোগ করেন, চীন বাদে এসব দেশ থেকে যুক্তরাষ্ট্র এতদিন বলতে গেলে কোনো শুল্কই নেয়নি। 

অন্য দেশের সমালোচনা করলেও বাংলাদেশ নিয়ে ট্রাম্প এক বাক্যেবলেন, `বাংলাদেশ,৭৪ শতাংশ (শুল্ক) দেখুন কী চলছে।' এই দেশগুলো মার্কিন পণ্য প্রবেশে যে শুল্ক নিত ট্রাম্প পারস্পরিক শুল্ক হিসেবে তাদের কাছ থেকে ‘অর্ধেক পরিমাণ শুল্ক’ নেওয়ার ঘোষণা দিয়েছেন। বাংলাদেশ যেহেতু ৭৪ শতাংশ নিত, সেটির অর্ধেক হিসেবে তিনি এখন থেকে বাংলাদেশের পণ্যের ওপর ৩৭ শতাংশ শুল্ক আরোপ করার কথা জানিয়েছেন। যা আগে গড়ে ১৫ শতাংশ করে ছিল।

ট্রাম্পের এমন একবাক্যে বাংলাদেশ  নিয়ে কথা বলায় সোশ্যাল ‍মিডিয়ায়  দেখা দিয়েছে ব্যাপক আলোচনা সমালোচনা। 

এর বাইরে মিয়ানমারের পণ্যে ৪৪ শতাংশ, লাওসের পণ্যে ৪৮ শতাংশ এবং মাদাগাস্কারের পণ্যের ওপর ৪৭ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে।

 

 

ফুয়াদ

×