ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৫ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১

বেগম জিয়াকে পদত্যাগপত্র দিয়েছিলাম! আমি নিজের খেয়ে ধানের শীষ, ধানের শীষ খেয়ে বিএনপি না : আসিফ

প্রকাশিত: ২১:২৩, ৪ এপ্রিল ২০২৫; আপডেট: ২১:৪৬, ৪ এপ্রিল ২০২৫

বেগম জিয়াকে পদত্যাগপত্র দিয়েছিলাম! আমি নিজের খেয়ে ধানের শীষ, ধানের শীষ খেয়ে বিএনপি না : আসিফ

ছবিঃ সংগৃহীত

বেগম জিয়াকে নিজেই পদত্যাগপত্র দিয়েছিলাম বলে মন্তব্য করেছেন শিল্পী আসিফ আকবর।

তিনি জানান, তিনি বিএনপিতে ছিলেন একটি কনিষ্ঠ নব কার্যনির্বাহী সদস্য হিসেবে, তবে ২০১০/১১ সালে কিছু কারণে পদত্যাগপত্র দিয়েছিলেন। তবে বেগম খালেদা জিয়া তার পদত্যাগপত্র গ্রহণ করেননি, এবং তিনি দলের কার্যক্রম থেকে আলাদা হয়ে গেলেও, গুরুত্বপূর্ণ সময়গুলোতে বিএনপির সভা এবং উপনির্বাচনে দায়িত্ব পালন করতেন।

শিল্পী আসিফ বলেন, "আমি দল থেকে রিজাইন করেছি, তবে দলের সাথে সম্পর্ক ছিন্ন করিনি। আমি বিএনপির সমর্থক হিসেবে আছি, তবে আমি চাই না দলের কোনো কালিমা যেন আমার গায়ে লেগে থাকে।" তিনি আরও বলেন, "আমি আমার নিজস্ব অবস্থান মেনে চলি, যেখানে আমি 'নিজের খেয়ে ধানের শীষ, ধানের শীষ খেয়ে বিএনপি না' এমন একটি নীতি মেনে চলি।"

তথ্যসূত্রঃ https://www.facebook.com/share/v/15wkaLoQnQ/

মারিয়া

×