ঢাকা, বাংলাদেশ   শনিবার ১২ এপ্রিল ২০২৫, ২৮ চৈত্র ১৪৩১

পটুয়াখালীতে জুলাইযোদ্ধা হৃদয়ের মৃত্যুতে গভীর শোক ড. মাসুদের

এনামুল হক এনা, উপকূলীয় প্রতিনিধি, বরিশাল

প্রকাশিত: ২১:০৫, ৪ এপ্রিল ২০২৫; আপডেট: ২২:১১, ৪ এপ্রিল ২০২৫

পটুয়াখালীতে জুলাইযোদ্ধা হৃদয়ের মৃত্যুতে গভীর শোক ড. মাসুদের

ছবি: জনকণ্ঠ

পটুয়াখালীর বাউফলে বৈষম্যবিরোধী আন্দোলনে আহত হৃদয় হোসেন (১৮) আর নেই। আজ শুক্রবার (৪ এপ্রিল) বিকেল ৪টায় বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনি মৃত্যুবরণ করেন। 

হৃদয়ের মৃত্যুতে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহিন গভীর শোক প্রকাশ করেছেন।

শহীদ হৃদয়ের বাড়ি বাউফল উপজেলার বাউফল ইউনিয়নের পশ্চিম যৌতা অলিপুরা ৮ নম্বর ওয়ার্ডে। তিনি গত ৫ আগস্ট যাত্রাবাড়ীতে বিজয় মিছিলে মাথায়, বুকে ও হাতে গুলিবিদ্ধ হয়েছিলেন।

হৃদয়ের বাবার নাম আনসার হাওলাদার (৫৮) আর মায়ের নাম মোরশেদা বেগম (৪৫)। পরিবারের চার ভাই ও এক বোনের মধ্যে হৃদয় হোসেন সবার ছোট ছিলেন। কৃষক পিতার আদরের সন্তান ছিলো হৃদয়।

শহীদ হৃদয়ের ভগ্নিপতি সাইফুল ইসলাম (২৭) বলেন, "আমার শালা খুব সহজ সরল ছিলো। ঢাকায় চাকরি খুঁজতে গিয়েছিলো। হৃদয়ের খুনিদের ফাঁসি চাই। ইয়। শ্বশুর কৃষিকাজ করে। সরকার যেন তার দিকে খেয়াল করেন।"

সাইফুল আরো বলেন, "আমার শ্বশুর বাড়ির লোকজন খুব অভাবী। আমার শ্বশুর স্ট্রোকের রোগী। তাকে কান্না করতে দিচ্ছি না। আমার শালাকে আগামীকাল ৫ এপ্রিল সকালে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।"

কান্নাজড়িত কন্ঠে হৃদয়ের বাবা আনসার হাওলাদার বলেন, "আমার সব শেষ হয়ে গেল। আমি আমার সবচেয়ে ছোট ছেলের হত্যাকারীদের বিচার চাই। ফাঁসি চাই। আর কোনো কথা নাই।"

এ বিষয়ে দৈনিক জনকন্ঠকে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, "বাউফলবাসীর গর্ব জুলাইযোদ্ধা হৃদয়কে আল্লাহ যেন শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন। তার শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণ করার তাওফিক দান করেন।"

তিনি হোয়াটসঅ্যাপ কলে দৈনিক জনকণ্ঠকে জানান, "এই মুহুর্তে আমি উমরা করার উদ্দেশে সৌদি আরবে অবস্থান করায় ফোনে শহীদের পরিবারের সঙ্গে কথা হয়েছে। শুরু থেকেই আমি তার চিকিৎসা ও যাবতীয় বিষয়ে দেখভাল করেছি। হৃদয় ইসলামের জন্য একজন নিবেদিত কর্মী ছিল।"

এ বিষয়ে দৈনিক জনকণ্ঠকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নী জেনারেল মুজাহিদুল ইসলাম শাহিন বলেন, "জুলাই বিপ্লবে আহত যোদ্ধা হৃদয়ের মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করছি। দ্রুত হৃদয় হত্যার বিচার নিশ্চিত করতে হবে। একইসাথে হৃদয়ের পরিবারকে অর্থনৈতিক সহায়তারও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।"

আবীর

×