ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১১ এপ্রিল ২০২৫, ২৮ চৈত্র ১৪৩১

দেশের পথে প্রধান উপদেষ্টা

প্রকাশিত: ২০:৫০, ৪ এপ্রিল ২০২৫; আপডেট: ২০:৫৫, ৪ এপ্রিল ২০২৫

দেশের পথে প্রধান উপদেষ্টা

ছবি: সংগৃহীত।

বঙ্গোপসাগরীয় দেশগুলোর সহযোগিতা সংস্থা বিমসটেকের ষষ্ঠ সম্মেলনে অংশগ্রহণ শেষে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস শুক্রবার থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক থেকে দেশের উদ্দেশে রওনা দিয়েছেন।

স্থানীয় সময় রাত ৮টা ৪৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকার উদ্দেশে ব্যাংকক ত্যাগ করেন।

ব্যাংকক বিমানবন্দরে থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংযুক্ত মন্ত্রী জিরাপর্ন সিন্ধুপ্রাই তাকে বিদায় জানান।

প্রধান উপদেষ্টা বৃহস্পতিবার ব্যাংককে পৌঁছান এবং সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি প্রতিবেশী কয়েকটি দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকসহ একাধিক অনুষ্ঠানে অংশ নেন।

সায়মা ইসলাম

×