
ছবি: সংগৃহীত
হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানা পুলিশের অভিযানে ডাকাতিসহ ৫টি মামলার পলাতক আসামি মিজানুর রহমানকে (৩১) পুলিশ গ্রেফতার করেছে। সে জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার কেশবপুর গ্রামের ফুরুক মিয়ার ছেলে।
শুক্রবার সন্ধ্যায় শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীলিপ কান্ত নাথ এসব তথ্য নিশ্চিত করে বলেন আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।
তিনি বলেন, "আসামী মিজানুর রহমানের বিরুদ্ধে ডাকাতি, চুরিসহ ৫টি মামলা রয়েছে। তাকে গ্রেপ্তারে পুলিশ একাধিক অভিযান পরিচালনা করেছে। অবশেষে নিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।"
আবীর